গোসাবায় নদীর পা়শে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে কাঠ স্থানীয়রা
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দক্ষিণ ২৪ পরগনায় বাঘের আতঙ্ক। এবার গোসাবার লাহিড়ীপুর পঞ্চায়েতের পরশমণি গ্রামে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক দেখা গেল স্থানীয়দের মধ্যে। পরিস্থিতি সামলাতে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মরিচঝাঁপি জঙ্গল থেকে কাপুরা নদী পেরিয়ে গ্রামের কাছে এসেছে বাঘ। তবে ফিরে যাওয়ার ছাপ মেলেনি। আর তাই বন বিভাগের তরফে ঘিরে দেওয়া হয়েছে জঙ্গল। বাঘের খোঁজে জালের ভিতরের এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে। বাঘ তাড়াতে পটকা ফাটানো চলছে।স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন গ্রামবাসী ওই পায়ের ছাপ দেখতে পান। যার জেরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় ২০০ মিটার জুড়ে ফেন্সিং করে দিয়েছে বনকর্মীরা। গ্রামবাসীরা এখন সবাই বাঁধের উপর ভিড় করেছে। বাঘ কখন ধরা পড়বে সেই আশায় বসে তাঁরা। তবে এই এলাকায় আগে কখনও বাঘ ঢোকেনি বলেই দাবি গ্রামবাসীদের।