হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি-বউমা
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ার আমতায় গ্রামীণ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। শিশু চুরির সঙ্গে যুক্ত থাকার অপরাধে শাশুড়ি ও বউমাকে গ্রেপ্তার করা হয়েছে আমতা থানার তরফে। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে।ঘটনায় মূল অভিযুক্ত, পিঙ্কি বাগের দাবি সোমবার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে শিশুটিকে দেখে ভালো লেগেছিল। সেই কারণে মঙ্গলবার হাসপাতালে গিয়ে শিশু চুরি করে বাড়ি নিয়ে এসেছিলাম।জানা গিয়েছে, ওই মহিলা বাড়ির লোককেও মিথ্যা কথা বলেছিলেন। মঙ্গলবার প্রসবের জন্য হাসপাতালে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপরে চুরি করা পুত্র সন্তান নিয়ে বাড়ি ফিরে এসে বলেন, মাঝ পথে টোটোয় পুত্র সন্তান হয়ে যাওয়ায় বাড়ি ফিরে এসেছেন তিনি। গোটা ঘটনায় যোগসাজশ থাকার জন্য তাঁর শাশুড়িকেও গ্রেপ্তার করেছে পুলিশ।