• 'যেই শুনেছি নেপালে প্রবলেম চলে এসেছি, সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি...'
    ২৪ ঘন্টা | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। বললেন, 'যেই শুনেছি নেপালে প্রবলেম চলে এসেছি। সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি । আশা করি শান্তি ফিরে আসবে'। 

    জেন জি বিক্ষোভে বিদ্রোহের আগুন জ্বলছে নেপালে। বিক্ষোভে ইতিমধ্যেই নিহত কমপক্ষে ২০। আহত ৩০০-রও বেশি। কাঠামাণ্ডু সহ বেশ কয়েকটি শহরে জারি হয়েছে কারফিউ। মুখ্য়মন্ত্রী বলেন, 'যারা বেড়াতে গিয়েছে, আমরা রাজ্য সরকারের তরফে ব্য়াপারটা দেথছি। এক দুদিন অপেক্ষা করুন, আমরা ফিরিয়ে আনব। একটু শান্তি ফিরতে দিন। আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকি'।

    সবিস্তারে আসছে...

  • Link to this news (২৪ ঘন্টা)