• ইরাক-সিরিয়ার কায়দায় ভারতে খিলাফত! রাঁচি থেকে জালে শীর্ষ ইসলামিক স্টেট জঙ্গি
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে সন্ত্রাসের জাল বিছাচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি! অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। বুধবার ঝাড়খণ্ড ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে রাঁচি ও দিল্লি থেকে গ্রেপ্তার হল সন্দেহভাজন ২ আইএসআইএস জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বৈদ্যুতিন যন্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র। সন্দেহভাজন ওই জঙ্গির নাম আসহার দানিশ ও  আফতাব। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে মোট ৬ জনকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে পুরনো এক মামলায় দীর্ঘদিন ধরে দানিশকে খুঁজছিল পুলিশ। অভিযোগ ছিল, সন্দেহভাজন কার্যকলাপে যুক্ত দানিশ। সেই মতো দেশে আইএসআইএস-এর জাল ছিঁড়তে মাঠে নামেন তদন্তকারীরা। দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ঝাড়খণ্ড এটিএসের তরফে যৌথ অভিযান চালানো হয় রাঁচিতে। সেই অভিযানেই গ্রেপ্তায় হয় দানিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে স্পষ্ট যোগ পাওয়া গিয়েছে আফতাব ও দানিশের। দীর্ঘদিন ধরে ভারতে আইএসআইএস-এর এজেন্ট হিসেবে কাজ করত অভিযুক্তরা। এই গ্রেপ্তারি বিরাট সাফল্য হিসেবে দেখছে পুলিশ।

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশের এই যৌথ অভিযান শুধু ঝাড়খণ্ড নয়, দিল্লি-সহ মোট ৪ জায়গায় এই অভিযান চলছে বলে জানা গিয়েছে। সেই অভিযানে এখনও পর্যন্ত মোট ৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ভারতের মাটিতে এই সন্ত্রাসবাদী সংগঠনের পরিকল্পনা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে দিল্লিত, ঝাড়খণ্ড, বিহার-সহ একাধিক রাজ্যে আইএসআইএস-এর তৎপরতা পুলিশের নজরে এসেছে। এই ভিমরুলের চাক ভাঙতেই কোমর বেঁধে নামল গোয়েন্দা বিভাগ।

    উল্লেখ্য, ইরাক ও সিরিয়া থেকে কার্যত মুছে যাওয়ার পর ইসলামিক স্টেট মাথাচাড়া দিয়ে উঠেছে এশিয়ার নানা প্রান্তে। তবে হারলেও এখনও যথেষ্ট শক্তি ধরে সংগঠনটি। সংগঠনটির লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা। সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় গোপনে কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি। পূর্বে ভারতের কেরল-সহ আরও একাধিক রাজ্যে এই সংগঠনের তৎপরতা নজরে এসেছিল। এবার দানিশের গ্রেপ্তারিতে আবারও স্পষ্ট হল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কুকীর্তি।
  • Link to this news (প্রতিদিন)