সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের মাটিতে বসে গুপ্তচরবৃত্তি চালিয়েছিল একাধিক দেশদ্রোহী। সেই ঘটনার তদন্তে নেমে এবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হল এক নেপালি নাগরিককে। তার বিরুদ্ধে অভিযোগ সিঁদুর অভিযান চলাকালীন এই যুবক পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টদের জোগাড় করে দিয়েছিল ভারতীয় সিমকার্ড। সেই সিমে ভারতীয়দের ফোন করে সংবেদনশীল বহু তথ্য হাতিয়ে নেয় পাকিস্তান।
পুলিশের তরফে জানা গিয়েছে, নেপালের বীরগঞ্জ অঞ্চলের বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের নাম প্রভাত কুমার চৌরাশিয়া। অপারেশন সিঁদুর চলাকালীন তাকে নানা প্রলোভন দিয়ে সিম পাচারে রাজি করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জানানো হয়েছিল, ভারতীয় সিম এজেন্টদের হাতে তুলে দিলে মার্কিন ভিসা জোগাড় করে দেওয়ার পাশাপাশি সেখানে সাংবাদিকতার চাকরি জুটিয়ে দেওয়া হবে। প্রলোভনের ফাঁদে পড়ে প্রভাত নিজের আধার কার্ডের মাধ্যমে ১৬টি সিম কেনে। এরপর সেগুলি পাঠানো হয় নেপালে। নেপাল থেকে সেইসব সিম পাচার করা হয় পাকিস্তানে। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লির লক্ষ্মীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রভাতকে।
এই ঘটনায় দিল্লি পুলিশ জানিয়েছে, প্রভাতের পাচার করা সিম পাকিস্তানের একাধিক জায়গায় সক্রিয় থাকতে দেখা গিয়েছে। যার মধ্যে ১১টি সিমের লোকেশন পাওয়া গিয়েছে লাহোরে। তাছাড়া ভাওয়ালপুর-সহ নানা জায়গায় দেখা গিয়েছে সিমের অস্তিত্ব। এই সিম ব্যবহার করে বহু হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়। এই ঘটনায় গুপ্তচরবৃত্তিতে সহায়তার অভিযোগে ওই নেপালি যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।