চাঁদা আদায়ে বাইক নিয়ে গাড়িকে ধাওয়া! পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ২ কিশোরের
প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: রাস্তায় গাড়ি থামিয়ে দুর্গাপুজোর চাঁদা তুলছিল কয়েকজন। চাঁদা দিতে অস্বীকার করে এক পিকআপ ভ্যান চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে গিয়েছিল। জেদের বশে চাঁদা আদায় করতে বাইক নিয়ে সেই গাড়ির পিছু ধাওয়া করেছিল তিন কিশোর। ওই পিকআপ ভ্যানের ধাক্কাতেই মৃত্যু হল দুই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট এলাকায়। মৃত দুই কিশোরের নাম মৈনাক দত্ত ও পার্থ রায়।
ধূপগুড়ির বানারহাটে নাথুয়া এলাকায় দুর্গাপুজো হয়। একটি বারোয়ারি পুজোর চাঁদা তোলার জন্য এলাকার কিশোর, যুবকরা রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা তুলছিল বলে খবর। মঙ্গলবার সন্ধ্যার পর ধূপগুড়ি রাজ্য সড়কের উপর চাঁদা তোলা হচ্ছিল। ওই রাস্তা দিয়ে একটি পিকআপ ভ্যান আসতে দেখে ক্লাব সদস্যরা সেটিকে থামাতে যায়। কিন্তু তাঁদের উপেক্ষা করে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। ওই ঘটনার পর একটি বাইক করে তিন কিশোর সেই পিকআপ ভ্যানটিকে তাড়া করে বলে খবর।
নাথুয়া এলাকা থেকে কিছু দূর যাওয়ার পরেই ওই মোটরবাইকটি পিকআপ ভ্যানের আগে গিয়ে পথ আটকানোর চেষ্টা করে। কিন্তু চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয় বলে অভিযোগ। পিকভ্যানটি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তাতেই ছিটকে পড়ে বাইক আরোহীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকে ওই তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। তৃতীয়জনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ঘাতক পিকআপ ভ্যানটির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। পুজোর আগে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়। কান্নার রোল উঠেছে মৃতদেহ পরিবারে।