এবার হুগলিতে ২ পথকুকুর ‘খুন’, ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা
প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: এবার রাতের অন্ধকারে হুগলিতে ২ পথকুকুর খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার সকালে হুগলির চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের সামনে দুটি পথ কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাতেই সন্দেহ হয়। থানার দ্বারস্থ হন স্থানীয়রা। খবর দেন ‘আশ্রয়’ হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকেও। ‘আশ্রয়ে’র সম্পাদক গৌতম সরকার বিষয়টি চণ্ডীতলা থানার ওসি অনিল রাজকে জানান। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যান তদন্তকারীরা। মৃত কুকুরগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
এরপরই খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। দেখা যায়, ভোর চারটে নাগাদ সাদা হাফ প্যান্ট পরিহিত একজনকে কুকুরগুলিকে কিছু খেতে দিতে দেখা যায়। তারপরই কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। অনুমান, ওই ব্যক্তি খাবারে বিষাক্ত কিছু মিশিয়ে পরিকল্পনামাফিক খুন করেছে সারমেয়গুলোকে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পশুপ্রেমীরা। প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে সারমেয় হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। শাস্তিও হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।