• ২ নেতার লড়াইয়ে মিলছে না ঘর! ত্রাতার ভূমিকায় ‘ঘরের মেয়ে’ মমতা, মুখ্যমন্ত্রীকে প্রণাম জলপাইগুড়ির বৃদ্ধের
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ নেতার লড়াইয়ে মেলেনি আবাসের ঘর! জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কনভয় থামিয়ে অভিযোগ জানালেন বৃদ্ধ। বিষয়টা জানামাত্রই সমস্যা সমাধানের আশ্বাস দেন ‘ঘরের মেয়ে’ মমতা। আশ্বাস পেয়েই প্রকাশ্য রাস্তায় মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন বৃদ্ধ। 

    জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম রাজেন রায়। জলপাইগুড়ির বাসিন্দা তিনি। আগেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্য সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। সমাধানও মিলেছে। বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয় থামান বৃদ্ধ। এদিকে রাজেনবাবুকে দেখেই চিনতে পারেন তিনি। হাতজোড় করে প্রশ্ন করেন, “সমস্যার সমাধান হয়েছে তো?” হাসিমুখে জবাব দিয়েই এদিন আবাসের ঘর নিয়ে অভিযোগ জানান তিনি।

    এরপরই বৃদ্ধ মুখ্যমন্ত্রীকে জানান, এলাকার দুই নেতা খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের অশান্তির জেরে তিনি আবাসের ঘর পাচ্ছেন না। অনেককে জানানো সত্ত্বেও নাকি কোনও কাজ হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত নেন রাজেনবাবু। সেই মতো এদিন কনভয় থামিয়ে বিষয়টা জানান। সবটা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মমতা। এরপরই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রাজেন। তিনি আশাবাদী, এবার সমস্যা মিটে যাবে।
  • Link to this news (প্রতিদিন)