• বাংলায় কংগ্রেসের হাত শক্ত করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় নেতারা, থাকছেন বেণুগোপাল
    হিন্দুস্তান টাইমস | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সংগঠনের রূপান্তরের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জেলা থেকে রাজ্য, প্রতিটি স্তরে কাঠামো শক্ত করতে তিনি সক্রিয়ভাবে উদ্যোগী হয়েছেন। এবার সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতায় আসছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।


    কংগ্রেসের সাংগঠনিক শাখার সর্বভারতীয় সভাপতি কেসি বেণুগোপাল আগামী ১১ সেপ্টেম্বর কলকাতায় আসছেন। সূত্রের খবর, শহরের একটি হোটেলে তিনি বৈঠক করবেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম আহমেদ মীর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে। প্রদেশ নেতৃত্বের দাবি, এই বৈঠক থেকেই আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি কার্যত নতুন পথে মোড় নেবে। এরপর ১৫ সেপ্টেম্বর উত্তর কলকাতার রামমোহন হলে সভা করবেন কর্ণাটকের সাংসদ নাসির হুসেন ও যুব নেতা কানহাইয়া কুমার। সেই সভাতেই কয়েকজন প্রাক্তন বাম নেতা কংগ্রেসে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে খবর। সংগঠনের ভিত মজবুত করতে এই যোগদানকে বড়সড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


    কোন্দল সামলাতে এবং সংগঠনকে ছড়িয়ে দিতে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সাংগঠনিক জেলার সংখ্যা ২৮ থেকে বাড়িয়ে ৩৩ করেছে। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ৩৩ জেলার সভাপতি এবং বিভিন্ন শাখার নেতৃত্বকে নিয়ে একাধিক বৈঠক হবে। সেখানেই ২০২৬ সালের নির্বাচনের কৌশলগত রূপরেখা তৈরি হবে বলে প্রদেশ মুখপাত্র অশোক ভট্টাচার্য জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানাচ্ছে, ভোট যত ঘনিয়ে আসবে, ততই ধারাবাহিকভাবে এই ধরনের কর্মসূচি চলবে। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি, নির্বাচন কমিটি ও রাজনীতি বিষয়ক কমিটি বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করছে।

    এদিকে, এআইসিসির নির্দেশে প্রদেশ কংগ্রেস শুরু করেছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’। ২০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষ মুখপাত্র তৈরি করতে চাইছে দল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)