• সরকারি কর্মীদের জন্য এ মাসে আরও একটি ছুটি ঘোষণা রাজ্যের, বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ সেপ্টেম্বর, বুধবার ওই উপলক্ষ্যে ছুটি থাকবে। এতদিন বিশ্বকর্মা পুজোয় সরকারি সার্বিক ছুটি থাকত না। এ বার থেকে ওই দিন সব সরকারি, সরকার অধিগৃহীত, সরকার পোষিত অফিস, পুরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসন, স্বশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে।

    এমনিতেই চলতি মাসের শুরুতেই একটি ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। ‘করম পুজো’ উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছিল ৩ সেপ্টেম্বর। এর পরেই রয়েছে বিশ্বকর্মার পুজোর ছুটি। অন্যদিকে, পুজোর ছুটি হিসেবে  ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) চতুর্থী, ২৭ তারিখ পঞ্চমী (শনিবার), ২৮ তারিখ ষষ্ঠী (রবিবার), ২৯ থেকে ২ তারিখ পর্যন্ত দুর্গাপুজোর ছুটি থাকবে।

    আগামী ৩ ও ৪ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকছে। এছাড়া ৫ অক্টোবর রবিবার এমনিতেই ছুটি। ৬ অক্টোবর লক্ষ্মী পুজোর ছুটি। ৭ অক্টোবর লক্ষ্মীপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকছে। ফলত, টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।

  • Link to this news (এই সময়)