• ১৫ সেপ্টেম্বর থেকে এসি লোকালের নতুন স্টপেজ, দেখে নিন কোন স্টেশনে কখন ঢুকবে ট্রেন
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ্যে মূলত ৩টি রুটে ইতিমধ্যেই এসি লোকাল চালু হয়েছে। ঠাসা যাত্রী নিয়ে ছুটছে নিয়মিত। আগামী ১৫ তারিখ থেকে বেশ কিছু স্টেশনে নতুন করে স্টপেজ দেওয়া হচ্ছে। শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিড়া ও বিরাটিতে। দেখে নিন কখন, কোন স্টেশনে থামবে এসি লোকাল। অন্যদিকে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে বেলঘরিয়া ও শ্যামনগরেও।

    শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল নতুন স্টপেজ পেয়েছে, সেখানকার সময় নীচে উল্লেখ করা হলো—

    রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে

    চাঁদপাড়া: ৭টা৫৯-এ পৌঁছবে। ছাড়বে ৮টা

    মছলন্দপুর: পৌঁছবে সকাল ৮টা ১৫ মিনিটে। ছাড়বে ৮টা ১৬-য়

    অশোকনগর: ৮টা ২৮ মিনিটে ঢুকবে, ছাড়বে ৮টা ২৯-এ

    বিড়া: ৮টা ৩৫-এ পৌঁছবে। ছাড়বে ৮টা ৩৬-এ

    বিরাটি: সকাল ৯টা ০৬ মিনিটে। ছাড়বে ৯টা ০৭ মিনিটে

    এই ট্রেন সকাল ৯টা ৩৭-এ পৌঁছবে শিয়ালদহ।

    শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে ৬টা ১৪ মিনিটে।

    বিরাটি: ৬.৩৯-এ পৌঁছবে

    বিড়া: ৭টা ০৯-এ পৌঁছবে

    অশোকনগর: ৭টা ১৬ তে পৌঁছবে

    মছলন্দপুর: ৭টা ৩১ মিনিটে পৌঁছবে

    চাঁদপাড়া: ৭টা ৪৬ মিনিটে পৌঁছবে

    রানাঘাটে ঢুকবে রাত ৮টা ৪১-এ। সব স্টেশনেই এক মিনিট করে দাঁড়াবে ট্রেন।

    রানাঘাট থেকে ছাড়বে সকাল ৮টা ২৯-এ

    শ্যামনগরে ঢুকবে ৯টা ১৬ মিনিটে

    বেলঘরিয়ায় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে

    আবার এই ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে ৬টা ৫০-এ। বেলঘরিয়ায় ৭টা ০৯ মিনিটে। ৭টা ৩৫ মিনিটে শ্যামনগরে পৌঁছবে।

  • Link to this news (এই সময়)