• এ বার শনি-রবিও মেট্রো চলবে নোয়াপাড়া টু বিমানবন্দর, রইল বিস্তারিত...
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • এ বার থেকে ইয়েলো লাইনেও শনিবার ও রবিবার মেট্রো চলবে। বুধবার প্রেস বিবৃতি দিয়ে জানাল কলকাতা মেট্রো। অর্থাৎ এ বার নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে সপ্তাহান্তেও। ১৩ সেপ্টেম্বর, আগামী শনিবার থেকেই চলবে মেট্রো।

    গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতা মেট্রোর এই নয়া সেকশনের উদ্বোধন হয়। ২৫ তারিখ থেকে শুরু হয়েছে যাত্রী পরিষেবা। মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে এই রুটে। তাই পুজোর আগেই এই রুটের যাত্রীদের জন্য নয়া উপহার মেট্রো রেলের।

    শনিবার আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৪টি মেট্রো চলবে। অর্থাৎ ২২টি আপে এবং ২২টি ডাউনে। রবিবার চলবে মোট ৪০টি গাড়ি। শনিবার সকাল ৭টা ৩৫ থেকে রাত ৮টা ৩২ পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। রবিবার সকাল ৮টা ৩৫ থেকে রাত ৮টা ২২ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। শনিবার ও রবিবার ৩৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

    ইয়েলো লাইনের এই সেকশনে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড হয়ে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত আপাতত চালু হয়েছে পরিষেবা। এই লাইনই আগামিদিনে বিরাটি, মধ্যমগ্রাম হয়ে জুড়বে বারাসতের সঙ্গে। পুজোর আগে শনি-রবি মেট্রো চলার খবরে খুশি যাত্রীরাও।

  • Link to this news (এই সময়)