• নতুন গাড়ি কিনে পুজো দিতে গিয়ে এ কী বিপত্তি? শো'রুমের কাঁচ ভেঙে নিমেষে গিয়ে পড়ল নিচে, স্থানীয়রা ভয়ে জড়সড় 
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি পূর্ব দিল্লির প্রীত বিহারে অবস্থিত মাহিন্দ্রা শোরুমে ঘটে। খবর অনুযায়ী, একটি নতুন কেনা মাহিন্দ্রা থার গাড়ি দুর্ঘটনাবশত শোরুমের কাঁচের দেওয়াল ভেঙে রাস্তায় উলটে পড়ে যায়। এই ঘটনাটি ঘটে সোমবার। ২৯ বছর বয়সী মানি পাওয়ার নামের এক যুবতী নতুন গাড়ি কেনার পর হিন্দু ধর্মীয় রীতি অনুসারে পূজা করছিলেন। ঠিক এমন সময়েই এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , গাড়ি কেনার পর ঐ যুবতী গাড়ির সামনে একটি লেবু রেখে সেটি চাকার নিচে পিষে ফেলার মাধ্যমে এর শুভ সূচনা করতে চেয়েছিলেন। তবে, পূজার সময় তিনি ভুলবশত অ্যাক্সেলারেটরে পা চেপে বসেন। এর ফলেই গাড়িটি আচমকা গতির সঙ্গে প্রথম তলার কাঁচের দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং নিচে রাস্তায় গিয়ে পুরোপুরি উলটে পড়ে যায়। খবর মারফত, সেই সময় গাড়ির যাত্রী সিটে ওই শোরুমেরই এক কর্মচারী, বিকাশ নামে একজন ব্যক্তি, উপস্থিত ছিলেন।

    শুধু তাই নয়, গাড়িটি নিচে পড়ে একটি বাইক ক্ষতিগ্রস্ত করে এবং রাস্তায় উল্টে যায়। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কেউ মারাত্মকভাবে আহত হননি। গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক ও যাত্রীর বড় ধরনের আঘাত এড়ানো সম্ভব হয়েছে। পরে তাঁদের স্থানীয় নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

    এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গাড়িটি রাস্তায় উল্টে পড়ে আছে এবং এর আশেপাশে বেশ ভিড় জমে গিয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার পর রাস্তায় একপ্রকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা কেন্দ্রিক এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

    এই অপ্রত্যাশিত দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করলেও, কারও প্রাণহানি না হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর থেকে শোরুম কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (আজকাল)