লোকাল ট্রেন না ডব্লিউ ডব্লিউ ই-র মঞ্চ? জানলার ধারের সিটের জন্য চড়, কিল, ঘুষি! দুই যাত্রীর কীর্তিতে আঁতকে উঠলেন সহযাত্রীরা ...
আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কথা কাটাকাটি থেকে সামান্য হাতাহাতি, ব্যস্ত সময়ের ভিড় ট্রেনের কামরায় এ নিত্যদিনের ঘটনা। তবে কখনও কখনও যাত্রীরা এমন মারপিট করেন, যা আশেপাশের সকলে চমকে তো দেয়ই, এমনকী নেটিজেনরাও দেখে অবাক হয়ে যান। কোনও কিছুই আজকাল আর এক শহরের মধ্যে আবদ্ধ থাকে না। ভিড় কামরায় সেই হাতাহাতির মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লোকাল ট্রেনেল তুমুল বচসা থেকে হাতাহাতির আরও একটি ভিডিও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে থেকে ভাসি যাওয়ার লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে সিট নিয়ে ঝামেলা হয়েছিল দুই যাত্রীর। বচসা ক্রমেই এমন পর্যায়ে পৌঁছয়, দুই যাত্রী তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা নাগাদ। জানা গেছে, লোকাল ট্রেনে উঠেই জানলার ধারের সিট নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরকে চড়, কিল, ঘুষি, থাপ্পড় মারতেও পিছপা হননি কেউ। মারতে মারতে তাঁরা দরজার কাছেও পৌঁছে যান।
প্রথমে বিষয়টিতে সহযাত্রীরা বিশেষ গুরুত্ব দেননি। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সকলেই ওই দুই যাত্রীকে থামানোর চেষ্টা করেন। কয়েকজন ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই ওই দুই যাত্রী ট্রেন থেকে ভিন্ন ভিন্ন স্টেশনে নেমে পড়েন।
লোকাল ট্রেনে দুই হাতাহাতির ঘটনা নতুন নয়। এবারেও ভিডিওটি দেখে সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'নিত্যদিন ঝামেলা করতে ক্লান্ত লাগে না! একদিন পছন্দের সিটে বসতে না পারলে কী এমন ক্ষতি হয়?' আরেকজন লিখেছেন, 'যেন স্কুলের বাচ্চা। বাচ্চারা যেমন ঝগড়া করে, বয়স হয়ে যাওয়ার পরেও তেমন আচরণ করছেন এরা।'
প্রসঙ্গত, গত জুলাই মাসেই মুম্বইয়ে লোকাল ট্রেনে এমন এক ঘটনা ঘটেছে। সকালবেলায় অফিস টাইমে মহিলা কামরায় তুমুল ভিড় হয়েছিল। সেই ভিড় কামরার মধ্যে হাতাহাতিতে জড়ান দুই তরুণী। সামান্য বচসা থেকেই যা এমন পর্যায়ে পৌঁছয়, ট্রেনের বাকি যাত্রীরাও চমকে ওঠেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রেনটি ডম্বিভলি থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনালে যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে সাড়ে আটটা নাগাদ ডম্বিভলি স্টেশন পার করার পরেই ঘটনাটি ঘটে। অফিস টাইমে ট্রেনে ব্যাপক ভিড় ছিল। তিল ধারণের জায়গা ছিল না। তাও যাত্রীদের ঠাসাঠাসি ভিড়ে মারপিট করেন দুই তরুণী।
ভিড় ট্রেনের মধ্যে ঝাঁকুনিতে সামান্য ঠেলাঠেলি হয়। যা থেকে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপর একে অপরের প্রথমে চড় মারেন। তারপর কিল, ঘুষি এবং সবশেষে চুলের মুঠি ধরে টানাটানি করেন। বাকিরা থামানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। অবশেষে মহিলা রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। কয়েক লক্ষ মানুষ দেখেছেন।