• মুখ্যমন্ত্রী...
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতিবেশী রাষ্ট্রে  সমস্যা চলছে। আমি সারারাত উত্তরকন্যায় ছিলাম।যাতে আমাদের দিকে কোন সমস্যা হলে আপনারা নিশ্চুন্তে ঘুমোন। তাই আমি উত্তরকন্যাতে ছিলাম প্রশাসনকে নিয়ে। নেপালে যে সকল পর্যটক আটকে আছেন।তারা চিন্তা করবেন না। তাদের দুই একদিনের মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে আসলেই ফেরানো হবে। রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র নেপালে শান্তি ফিরুক এটাই চাই। বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান সহ পাট্টা বিলি কর্মসূচীতে এসে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

    তিনি এদিন ২০১১ সালের পর থেকে বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ৬ লক্ষ ৫৬ হাজারের বেশি পাট্টা দেওয়া হয়েছে। কৃষি পাট্টা, গৃহপাট্টা দেওয়া হয়েছে।২৬ আগস্ট ১৪ টা জেলা জুড়ে ৭ হাজাড় পাট্টা দেওয়া হয়েছে। আজ ৭ জেলায় ১১ লক্ষ ৬ হাজার পাট্টা দেওয়া হচ্ছে।৯৮ টি পরিবার ২০২৩ সালে বন্যায় ভেসে  যায়। বুধবার ৯৮ টি পরিবারকেও পাট্টা বিলি করা হল।এদিন জলপাইগুড়িতে ৪০০ কোটি টাকার প্রকল্পের শিল্যান্যাস ও উদ্বোধন করা হল। ১ লক্ষ ৫৫ হাজার মানুষ পরিষেবা পাচ্ছেন।এছাড়াও আলিপুরদুয়ার জেলা লঙ্কাপাড়া চা বাগানের  চা সুন্দরী প্রকল্পের কাগজ দেওয়া হয়। জলপাইগুড়ি জেলার ১৩ হাজার চা বাগানের বাড়ি করা হচ্ছে। চা শ্রমিকদের  বোনাস ২০% ঘোষনা করা হয়েছে। সিএসকে বলব যাতে বোনাস পেতে সুবিধা না হয় দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। 

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বাড়ি করে দিয়েছি।আমি কাউকে বিনা আশ্রয়ে মরতে দেব না। দিল্লীকে বলব তোমাদের দয়া, ভিক্ষা চাই না। ১০০ দিনের কাজ বন্ধ আমাদের যায় আসে না।লক্ষ্মীর ভাণ্ডার আছে সংসার চালাবেন। আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ পাচ্ছেন।কর্মশ্রী প্রকল্পে ৭৮ লক্ষ মানুষকে কাজ দিয়েছি। জলপাইগুড়ি জেলাতে ৩ লক্ষ ৩৬ হাজার কাজ পাবে কর্মশ্রী প্রকল্পে। আমার নামে খেলা হবে আমার নামে স্টেডিয়াম হবে।আমি আমার নামে কিছুই করিনি। বিভিন্ন প্রকল্প বা প্রতিষ্ঠা মনিষিদের নামে করতে হবে। ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়ি আলিপুর ভাসে। আগে এমন দুর্যোগ হয়নি। পর্যটক যারা গেছেন আমরা রাজ্য সরকার থেকে টেক আপ করেছি আপনারা দুই একদিন অপেক্ষা করুন ফিরিয়ে নিয়ে আসব।ওদের শান্তি ফিরুক।  ২০২৪ সালে ১৯ কোটি পর্যটক বাংলায় আসছে। অনেক জায়গায় যাবার জায়গা বন্ধ। আমরা শান্তির পক্ষে। জগন্নাথ ধামের কায়দায় দুর্গা মন্দির তৈরী করে দেব। ধর্মীয় পর্যটন করে দেওয়া হয়েছে। দেবী চৌধুরানী থেকে জল্পেশ। ২৮৫ টি চা বাগান ২ লক্ষ ৭০ হাজার মানুষ কাজ করে।এই বছরে ২০ টি চা বাগান খোলা হয়েছে। 

    তিনি আরও বলেন, কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়েছিল পরীক্ষা নেওয়া শুরু হয়েছে । গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন হয়েছে। বাকি যা আছে আইনের বিশেষজ্ঞ যারা আছেন তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন বড় জোর চেস্টা করব সাথে থাকার। সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে আমি এখনও মনে করি শিক্ষক নিয়োগে ৩৫ হাজার পোস্টে আমরা নিয়োগ করেছি। আরও ২১ হাজার পোস্ট খালি আছে। এটা হয়ে গেলে বাদ বাকিটা দেখে নেব। করবেন কী। যখনি নিয়োগ করতে যাচ্ছি।  PIL করে আটকে দিচ্ছে।কোর্টে গিয়ে আটকাচ্ছো কেন?  ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই। তোমরা কোর্টে যাচ্ছো কেন চাকরি করতে দেব না।চাকরি দেবে না।চাকরি খাবে? দেখতে জ্বলবে আর লুচির মত ফুলবে। বাংলা সব মানে না। লাউ আর পুই শাখ আলাদা। 

     
  • Link to this news (আজকাল)