জন্মদিনে পড়ুয়াকে উপহার মুখ্যমন্ত্রীর, জেলাশাসককে দিলেন স্কুলের প্রাচীর তৈরির নির্দেশ
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুশকিল আসানে স্কুলে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক পড়ুয়ার জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তায় স্কুলের সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে সরকারি সভা সেরে উত্তরকন্যায় ফিরছিলেন তিনি। সেই সময় পথে জাতীয় সড়কের ধারে গোলাপ হাতে খুদে পড়ুয়াদের দেখতে পেয়ে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী। স্কুলের পাশে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়ক। এই পথ দিয়েই মুখ্যমন্ত্রী আসবেন শুনে মুখ্যমন্ত্রীকে দেখার বায়না ধরে বামনপাড়া পিএফপি স্কুলের পড়ুয়ারা। এদিন আবার জন্মদিন ছিল ওই স্কুলের এক ছাত্রেরও। ফেরার পথে সেখানে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তখন গান গেয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় স্কুল পড়ুয়ারা। হাতে তুলে দেয় গোলাপ ফুল। এদিন ছাত্রকে জন্মদিনে আশীর্বাদ করার পাশাপাশি চকোলেট ও স্কুল ব্যাগ উপহার দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্কুলের সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশও দিয়ে যান। মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।