• বিশ্বকর্মা পুজোয় রাজ্যে সরকারি ছুটি, জলপাইগুড়ি থেকে কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বুধবার উত্তরবঙ্গ থেকে একাধিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে চা শ্রমিক, কৃষকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে একাধিক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। ২৪৭ কোটি টাকায় মোট ১০৪ টি প্রকল্পের উদ্বোধন করা হয়।আজ কালিম্পং জেলায় পেশক খোলা নদীর উপর ৭ কোটি ৪১ লক্ষ টাকায় তৈরি সেতুরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এরফলে তিস্তা বাজার ও পেশকের মধ্যে সহজ যোগাযোগ তৈরি হল। পাশাপাশি চা শ্রমিকদের যাতে দ্রুত পুজোর বোনাস দিয়ে দেওয়া হয়, তা নিয়ে চা বাগানগুলিকে সতর্ক করেছেন মমতা। পাশাপাশি আসন্ন বিশ্বকর্মা পুজোয় রাজ্যে সরকারি ছুটিরও ঘোষণা করেছেন মমতা।নেপাল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি চাই নেপালে শান্তি ফিরে আসুক। নেপালে আটকে থাকা পর্যটকদের ধীরে ধীরে ফিরিয়ে আনা হবে। আপনারা কেউ হুড়োতাড়া করে ফিরতে গিয়ে বিপদে পড়বেন না।"এদিন জলপাইগুড়ি যাওয়ার পথে জনসংযোগও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আসার খবর পেতেই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তাঁদের দেখে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন তিনি। রাস্তার দু’ধারে ভিড়ের মধ্যে ছিল ছোট পড়ুয়ারাও। তাঁদের মধ্যে আবার একজনের জন্মদিনও ছিল আজই। ওই ছাত্রকে জন্মদিনে আশীর্বাদ করার পাশাপাশি চকোলেট ও স্কুল ব্যাগ উপহার দেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)