পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। দুজনেই পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর গ্রামের বাসিন্দা। তারা সামসি এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এদিন ইংরেজি পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাইস্কুলে। তাই সকালে একসঙ্গে বাইকে চেপে রওনা দিয়েছিল দুই বন্ধু। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আগেই শেষ হয়ে গেল যাত্রাপথ।
স্থানীয়দের দাবি, মতিগঞ্জ এলাকায় রতুয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি প্রচণ্ড গতিতে ধাক্কা মারে বাইকটিকে। ধাক্কার জেরে ছিটকে পড়ে যায় তন্ময় ও রেহান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দুই মেধাবী ছাত্রের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। আচমকা এই দুর্ঘটনার জেরে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। পড়ুয়াদের সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের চোখেও জল। এলাকাবাসীর ক্ষোভ, ওই রাস্তায় বেপরোয়া গাড়ি বহু দিন ধরে চলছে। বারবার প্রশাসনের নজরে আনা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। অভিযুক্ত গাড়ি ও চালককে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সামসি ফাঁড়ির পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।