• ছোট পরিচালকদের ছবিই যদি না দেখানো হয়, নন্দন-এর প্রয়োজন কী? এ বার তোপ দাগলেন সুদীপ্তা
    আনন্দবাজার | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • তাঁর আগের ছবি ‘আপিস’ নন্দনে জায়গা পায়নি। সাম্প্রতিক ছবি ‘অহনা’-রও একই অবস্থা। বুধবার সমাজমাধ্যমে তোপ দেগেছেন সুদীপ্তা চক্রবর্তী। আনন্দবাজার ডট কম-এর কাছে বলেছেন, “আমার কিছু প্রশ্ন আছে। সেটাই জানতে চেয়েছি।” তাঁর কৌতূহল, “আমার অভিনীত বাংলা নাটক গত এক বছরে পশ্চিমবঙ্গের কোনও সরকারি হলে জায়গা পেল না। আমার অভিনীত কোনও বাংলা সিনেমা গত এক বছরে কোনও সরকারি হলে মুক্তি পেল না। পুরোটাই কি কাকতালীয়?”

    প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে বাংলা বিনোদন দুনিয়ার যে সমস্ত খ্যাতনামী প্রতিবাদে পথে নেমেছিলেন, তাঁদের অনেকের উপরেই নাকি সরকারের কোপ পড়েছে। তাঁরা সরকারি অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না। শিল্পীরা যদিও এ বিষয়ে মুখ ফুটে কিছুই বলেননি। কিন্তু কানাঘুষো এমন খবর টলিপাড়ার অন্দরে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে।

    সুদীপ্তা কি অবশেষে সে দিকেই আঙুল তুললেন? তাঁর উপরে সরকারি কোপের খাঁড়া কি এখনও দুলছে?

    পাল্টা প্রশ্ন করা হয়েছিল তাঁকেও। সুদীপ্তার কথায়, “খাঁড়া সরে গেলে এই প্রশ্ন প্রকাশ্যে করতাম? শাপমুক্ত হইনি বলেই পরপর আমার দুটো ছবি নন্দন, রাধা স্টুডিয়ো— কোথাও জায়গা পায়নি। অথচ, এই ছবিগুলো কিন্তু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।” বলতে বলতে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “নন্দন কেন তৈরি হয়েছিল? ছোট প্রযোজক, স্বাধীন পরিচালকদের ছবি এখানে দেখানো হবে বলে। তা-ই যদি না হয় তা হলে নন্দনের থাকার প্রয়োজন কী?” তাঁর আক্ষেপ, সুদেষ্ণা রায়ের ছবি ‘আপিস’-এ তিনি অভিনয় করেছিলেন। পরিচালক নিজেই নন্দনের ছবি নির্বাচন কমিটির অন্যতম সদস্য। ফেডারেশনের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় তাঁর উপরেও কোপ পড়েছে। এর থেকে হাস্যকর আর কী হতে পারে!

    শাসকদলের সাংসদ দেবের ছবিও কিন্তু দেখানো হয় না। সে প্রসঙ্গ তুলতেই ক্ষুব্ধ অভিনেত্রীর বিস্ময়, “দেবের ক্ষমতার সঙ্গে ছোট পরিচালকদের ক্ষমতার তুলনা? ওঁর ছবি নন্দনে দেখানো না হলেও প্রথম সারির প্রেক্ষাগৃহ রয়েছে। পরিচালক প্রমিতা ভৌমিকের কি সেই ক্ষমতা আছে? ওঁর কষ্ট করে তৈরি ছবি ‘অহনা’ তা হলে সাধারণ মানুষ দেখবেন না?” অভিনেত্রীর দাবি, শুধুই ছবি নয়, ওঁর কোনও নাটক কোনও সরকারি মঞ্চে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে না। অভিনেত্রী কি এ বিষয়ে পদক্ষেপ করবেন? জবাবে আরও শাণিত তিনি। সুদীপ্তা হাসতে হাসতে বলেছেন, “কাকে বললে কাজ হবে তা-ই জানি না! আমার তো সরকারের সঙ্গে ওঠাবসা নেই।”
  • Link to this news (আনন্দবাজার)