গুলজারের পাশেই লেখা উজানের নাম, পরিচালক হিসেবে ছেলের আত্মপ্রকাশে আবেগতাড়িত কৌশিক
প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সের সিরিজ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন উজান গঙ্গোপাধ্যায়। ওটিটির পর্দায় অ্যানিমেশনের মোড়কে মহাভারতের কাহিনি পরিবেশন করবেন চূর্ণী-কৌশিকপুত্র। মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় তুলে ধরা যে কোনও পরিচালকের কাছে চ্যালেঞ্জিং! আর সেটাও প্রথম কাজে। তবে সেই সাহস দেখিয়েছেন ‘লক্ষ্মীছেলে’ উজান। কিন্তু বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে পরমপ্রাপ্তি ‘কুরুক্ষেত্র’ সিরিজের পোস্টারে কিংবদন্তী গীতিকার গুলজারের নামের পাশে ছেলের উজান গঙ্গোপাধ্যায়ের নাম দেখতে পাওয়া।
অভিনেতা থেকে ছেলের পরিচালক হওয়ার এই সফরে স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত কৌশিক গঙ্গোপাধ্যায়। আবেগতাড়িত হয়ে পরিচালকের মন্তব্য, “সন্তান কোনও দিনই বাবা মায়ের কাছে বড় হয় না। তাই ছোটবেলার স্কুলের প্রথম দিনের আবেগ আর গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়ার আনন্দের কোনও ফারাক পাইনি। আজ সকালে উঠে নেটফ্লিক্স সিরিজ কুরুক্ষেত্রের প্রথম ঘোষণার পোস্টারের নিচে লেখা ‘লিরিক্স গুলজার’ আর তার ঠিক পাশেই ‘রাইটার ডিরেক্টর উজান গাঙ্গুলী’ নামটা দেখে বাবা-মায়ের মনে যা ঘটতে পারে ঠিক তাই হচ্ছে! আমি, চূর্ণী তো চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করছি। আজ উজানও অভিনয়ের গণ্ডি পেরিয়ে চিত্রনাট্য ও পরিচালনায় তার দক্ষতা যাচাই করার বিরাট সুযোগ পেয়েছে। দীর্ঘ ৩ বছর মুখ বুজে অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই দিনটা।”
পাশাপাশি কলকাতার অ্যানিমেশন জগতের দক্ষতাকেও বাহবা দিয়েছেন কৌশিক। জনপ্রিয় অ্যানিমেশন সংস্থা হাইটেক-এর নামোল্লেখ করে তাঁর মন্তব্য, ঠদেশের বিভিন্ন প্রান্তের দক্ষ অ্যানিমেটরদের সাথে নিজেদের সুদক্ষ ও প্যাশনেট টিমের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ বাস্তব হল এই স্বপ্ন। ওরা কলকাতার গর্ব।” পরিচালকের সংযোজন, “অ্যানিমেশন হোক বা লাইভ অ্যাকশন ছবি, নেপথ্যে বহু মানুষের যৌথ লড়াই থাকে। তাঁদের প্রত্যেককে আমার ও চূর্ণীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনারা উজানকে আশীর্বাদ করুন যাতে ও ওর স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে ও নিজেকে আজীবন উজাড় করে দিতে পারে বিনোদনের কর্মজীবনে।”