• বিজেপিশাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা রুখতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন অধীর, পেলেন মৌখিক আশ্বাস
    আনন্দবাজার | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তিনি দু’পাতার একটা চিঠি তুলে দেন। তাতে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কাজের খোঁজে গিয়ে বাংলার শ্রমিকেরা নাগরিকত্ব নিয়ে লাগাতার হয়রানির শিকার হচ্ছেন।

    অধীরের অভিযোগ, শ্রমিকদের চেহারা ও খাদ্যাভ্যাসকে অজুহাত করে তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। অনেক সময় নাগরিকত্বের প্রমাণপত্র দেখিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, ছত্তীসগঢ়, এমনকি, রাজধানী দিল্লিতেও এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, কখনও পুলিশ শ্রমিকদের আটক করছে, কখনও আবার তাঁদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো গুরুতর ঘটনা ঘটছে। রাষ্ট্রপতি যে ওড়িশার মানুষ, সেই রাজ্যেও একই ধরনের হেনস্থার অভিযোগ উঠে এসেছে বলেও উল্লেখ করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

    হরিয়ানার পানীপতে সরেজমিনে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের অসহায় অবস্থার সাক্ষী হয়েছেন বলেও জানান অধীর। তাঁর বক্তব্য, বাংলার পাশাপাশি দেশের নানা রাজ্যের অর্থনীতিতে এই শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর অধীর বলেন, “দেশের যে কোনও রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কাজ করার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নিগ্রহ ও হয়রানি বন্ধে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন।” তিনি আরও জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

    অধীরের মতে, রাজনৈতিক কারণে শ্রমিকদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা দেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাই অবিলম্বে এই প্রবণতা রুখতে হবে। রাষ্ট্রপতির আশ্বাসে কংগ্রেস নেতার আশা, এ বার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ করবে কেন্দ্র।
  • Link to this news (আনন্দবাজার)