• সরকারি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ‘দাদাগিরি’র অভিযোগ, মারামারির ঘটনায় আহত ২
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সরকারি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ‘দাদাগিরি’ করার অভিযোগ উঠল। সেই সঙ্গেই বহিরাগতরা ঢুকে কলেজের দুই পড়ুয়াকে মারধর করেছে বলেও অভিযোগ। বহিরাগতদের হাত থেকে ছাত্রদের বাঁচাতে গিয়ে এক শিক্ষকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীপদ চট্টোপাধ্যায় জানান, মঙ্গলবারের পর বুধবারেও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তাঁর দাবি, প্রথম ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের মধ্যে ঝামেলা হয়। এই সময় বাইরের কিছু লোক কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর করে বলে জানান তিনি। এই ঘটনায় দু'জন পড়ুয়া আহত হন।

    ঘটনার পরেই কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা এসডিও (বর্ধমান দক্ষিণ)-কে বিষয়টি জানানো হয়। যদিও বহিরাগত কারা কলেজে ঢুকে গণ্ডগোল পাকিয়েছে তাদের নাম সুনির্দিষ্ট করে জানাতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

    ওই কলেজের তৃতীয় বর্ষের এক পড়ুয়ার দাবি, কলেজের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। এই নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে হুমকি দেওয়ার পর মারধর করা হয়েছে।

    যদিও এই ঘটনার দায় পুরোপুরি এবিভিপির ঘাড়ে ঠেলে দিয়েছেন টিএমসিপির জেলা সভাপতি স্বরাজ ঘোষ। তাঁর দাবি, কলেজে টিএমসিপির সংগঠনের পতাকা, ফেস্টুন টাঙানো ছিল। এবিভিপির কয়েক জন সেি সব ছিঁড়ে দেয়। সে নিয়েই সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে।

    তবে এই অভিযোগ উড়িয়ে এবিভিপির নেতাদের দাবি, বাইরে থেকে লোক নিয়ে এসে কলেজে ‘দাদাগিরি’ করছে শাসক দলের ছাত্র সংগঠনের নেতারা।

  • Link to this news (এই সময়)