• ভাগলপুর-দুমকা-রামপুরহাট লাইন ডাবলিংয়ে অনুমোদন, নজরে বাংলা ও বিহারের ভোট
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজরে বিহার এবং বাংলার গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। কার্যত সেদিকে তাকিয়েই বুধবার উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। অনুমোদন দেওয়া হল ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেল লাইন ডাবলিংয়ের ব্যাপারে। সবমিলিয়ে এর খরচ পড়বে প্রায় ৩ হাজার ১৬৯ কোটি টাকা। উল্লিখিত সেকশনের ১৭৭ কিলোমিটার রেল লাইনকেই ডাবলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এর ফলে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পাঁচ জেলার মোট ৪৪১টি গ্রামের মানুষ উপকৃত হবেন। এরই পাশাপাশি ডাবলিংয়ের ফলে দেওঘর (বৈদ্যনাথ ধাম), তারাপীঠের মতো স্থানে রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ফলে বাড়বে দর্শনার্থী এবং পর্যটকদের আনাগোনাও। এদিন এই ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘বর্তমানে ভাগলপুর থেকে হাওড়া যেতে হলে মালদহ টাউন এবং রামপুরহাট হয়ে যেতে হয়। ডাবলিংয়ের কাজ সম্পন্ন হয়ে গেলে ট্রেন ভাগলপুর থেকে দুমকা যেতে পারবে। এবং সেখান থেকে সরাসরি রামপুরহাট যাওয়া সম্ভব হবে। শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনই নয়, মেল বা এক্সপ্রেস ট্রেনও এই লাইন ব্যবহার করতে পারবে।’
  • Link to this news (বর্তমান)