• নেপালের পাক স্লিপার সেলের মাধ্যমে ভারতে জঙ্গি ঢোকাতে চায় আইএসআই, সতর্কবার্তা মন্ত্রকের
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অগ্নিগর্ভ নেপাল। সেদেশের নৈরাজ্য ও অরাজকতার সুযোগে জলেশ্বর কারাগার থেকে প্রায় ৫০০ বন্দি পালিয়েছে। তাদের একটি বড় অংশই ভারতে ঢোকার জন্য সীমান্তের বিভিন্ন প্রান্তে গা-ঢাকা দিয়ে রয়েছে। এমনই ১০ জনকে পাকড়াও করেছে ভারতের সশস্ত্র সীমা বল। তাদের জেরা করে মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। আর এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা, এই অরাজকতার সুযোগে নেপালে ছড়িয়ে থাকা স্লিপার সেলকে কাজে লাগিয়ে নেপালি উদ্বাস্তুদের আড়ালে ভারতে জঙ্গি ঢোকাতে পারে আইএসআই। সেই কারণে ভারত ও নেপালের মধ্যে থাকা চিহ্নিত ২৬টি বাণিজ্য রুট, ১৫টি যানবাহন যাতায়াতের রুট, ১৭টি অফিসিয়াল চেকপোস্টজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চলছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর, দেশে আগুন জ্বলছে। তাই নেপাল ছেড়ে পালিয়ে অনেকেই ভারতে আশ্রয় নিতে আসছে। এর মধ্যেই নেপালের জেল ভেঙে পালিয়ে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে ঢুকতে গিয়ে ধরা পড়েছে ১০ জন। তারা জেরা করে জানা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। উদ্বাস্তু পরিবারের আড়ালে জঙ্গিরাও ভারতে প্রবেশ করতে পারে বলে খবর। সেই কারণে বিভিন্ন চেকপোস্টে মহিলা সীমান্তরক্ষী বাড়ানো হয়েছে। মহারাজগঞ্জ, সীতামারি, রক্সৌল, সুপলে ফ্ল্যাগ মার্চের নির্দেশও দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)