• মোহন ভাগবতের জন্মদিন, আবেগপ্রবণ বার্তা মোদির
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ছ’দিন আগে, আজ বুধবার ৭৫ বছর পূর্ণ হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের। তাঁর জন্মদিনে আবেগপ্রবণ বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ ১১ সেপ্টেম্বর। এই দিনটি আমাকে দু’টি বিপরীতমুখী স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়। প্রথমটি ১৮৯৩ সালের, যখন স্বামী বিবেকানন্দ তাঁর প্রবাদপ্রতিম শিকাগো বক্তৃতায় হাজার হাজার মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। দ্বিতীয় স্মৃতিটি হল, ৯/১১-র ভয়াবহ হামলার। তবে এই দিনটি সম্পর্কে আর একটি কথাও বলার রয়েছে। আজ এমন এক ব্যক্তিত্বের জন্মদিন, যিনি বসুধৈব কুটুম্বকমের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের সমগ্র জীবন সামাজিক রূপান্তর এবং সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করতে উৎসর্গ করেছিলেন। হ্যাঁ, আমি মোহন ভাগবতের কথা বলছি, যাঁর ৭৫তম জন্মদিন ঘটনাচক্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তির সঙ্গে একই বছরে পড়েছে।’ ভাগবতের সুদীর্ঘ সুস্থ জীবনের কামনা করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, মোহনজির বাবা প্রয়াত মধুকর রাও ভাগবতের সঙ্গেও তাঁর কাজ করার সুযোগ হয়েছিল। গুজরাতে আরএসএসকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মোদি এও লিখেছেন, ‘আরএসএসের শুরুর দিকে কংগ্রেস সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল। সেই জরুরি অবস্থা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মহারাষ্ট্রের গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকাগুলিতে প্রচুর কাজ করেন মোহনজি। ২০০৯ সালে তিনি সরসংঘচালক পদে আসীন হন।’ 

    ভাগবতের ধারাবাহিকতা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতার ভূয়সী প্রশংসা ধরে পড়েছে মোদির কলমে। আরও লিখেছেন, অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে তিনি সংগঠনকে পরিচালনা করেছেন। কিন্তু কখনই আরএসএসের মূল আদর্শের সঙ্গে আপোস করেননি। তরুণ-তরুণীদের সংঘ পরিবারে অন্তর্ভুক্তি, সংঘের পোশাক পরিবর্তন, কোভিডকালে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার মতো বিষয়গুলি হয়েছে তাঁরই নেতৃত্বে। স্বচ্ছ ভারত মিশন থেকে বেটি বাঁচাও বেটি পড়াও—দেশের বিভিন্ন জন-আন্দোলনের পাশে যেভাবে তিনি আরএসএসকে শামিল করেছেন, তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)