• কর্ণাটকের কংগ্রেস বিধায়ক গ্রেপ্তার
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • বেঙ্গালুরু: তল্লাশি চলেছিল আগেই। বাজেয়াপ্ত হয়েছিল বিপুল পরিমাণে নগদ ও সোনার গয়না। তার সূত্র ধরেই এবার কর্ণাটকের কারওয়ারের কংগ্রেস বিধায়ক সতীশ সেইলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আকরিক লোহা চুরি ও পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০০ কোটি টাকার আকরিক লোহা পাচারের মামলায় ২০২৪ সালের ২৪ অক্টোবর সেইলকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ আদালত। যদিও ঠিক পরের মাসে নভেম্বরেই হাইকোর্ট সেই সাজার নির্দেশ খারিজ করে দেয়। সেই সংক্রান্ত মামলাতেই মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারের পর সেইলকে প্রথমে শান্তিনগরে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)