• আপ বিধায়ক গ্রেপ্তার, উত্তপ্ত জম্মুর ডোডা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • জম্মু: আম আদমি পার্টির (আপ) বিধায়ক মেহরাজ মালিকের গ্রেপ্তারি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর বুধবার প্রকাশ্যে চলাফেরার উপর নানা বিধি-নিষেধ জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ভাদেরওয়া, গান্দো, ভালেসা, চিল্লি পিঙ্গল, কাহার ও থাথরি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ডোডা শহর সিল করে দেওয়া হয়েছে। ভাদেরওয়াতে এদিন সমস্ত দোকান ও অন্য বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ ছিল। বাসিন্দাদের ঘরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে সংঘর্ষ না হলেও সব জায়গাতেই পরিস্থিতি ছিল থমথমে। এদিন জম্মুতে আসেন আপের সাংসদ সঞ্জয় সিং। তাঁর সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতা ইমরান হুসেন। সঞ্জয়ের অভিযোগ, যে আইন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করার কথা, তা নির্বাচিত জনপ্রতিনিধির উপর ব্যবহার করা হচ্ছে। মেহরাজের গ্রেপ্তারি বেআইনি।

    সম্প্রতি ডোডার ডেপুটি কমিশনারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগ ওঠে মেহরাজের বিরুদ্ধে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে মঙ্গলবার আপ বিধায়ককে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। তিনি আপাতত কাঠুয়া জেলে বন্দি। মেহরাজকে গ্রেপ্তারের খবর ছড়াতেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। আইনের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। প্রতিবাদীদের হটাতে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হন আটজন পুলিসকর্মী।
  • Link to this news (বর্তমান)