• বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্তা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি অধীর চৌধুরীর
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশি আর বাংলাভাষী, এই দুয়ের মধ্যে তফাৎ করতে না পেরে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্তা হতে হচ্ছে। বিশেষত, পরিযায়ী শ্রমিকরাই হেনস্তার শিকার হচ্ছেন ব঩঩লে দাবি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরীর। তাই পরিযায়ীদের পাশে থাকার বার্তা দিতে বুধবার তিনি বিষয়টি নিয়ে সরাসরি দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। তাঁর হাতে তুলে দেন স্মারকলিপিও। অধীরবাবুর সঙ্গে সাক্ষাতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার বিস্তারিত শুনেছেন রাষ্ট্রপতি। আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিনি কথা বলবেন। 

    স্রেফ সরকার নয়, দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, গুজরাতের মতো যেসব রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার মানুষকে হেনস্তা হতে হচ্ছে, সেখানকার রাজ্যপালের সঙ্গেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কথা বলার অনুরোধ করেছেন অধীরবাবু। বলেছেন, ‘সংবিধানের ১৯ অনুচ্ছেদ সব ভারতীয়কেই এই অধিকার দিয়েছে যে, নাগরিকরা দেশের যে কোনও জায়গায় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে। কাজ করতে পারবে। বসবাস করতে পারবে। থাকবে মত প্রকাশের স্বাধীনতাও। অথচ বিজেপি শাসিত উল্লিখিত রাজ্যে সেই অনুচ্ছেদই লঙ্ঘন হচ্ছে।’ তাই দেশের সাংবিধানিক প্রধানকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অধীর।
  • Link to this news (বর্তমান)