• যোগীরাজ্যে খুন
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: ওষুধ কিনতে যাচ্ছি বলে বেরিয়েছিলেন মহিলা। মাঝপথে ঘিরে ধরে ৬ দুষ্কৃতী। তাঁর গায়ে আগুন ধরিয়ে চম্পট দেয় তারা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হল তাঁর। গত ৬ সেপ্টেম্বর এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল যোগীরাজ্যের ফারুকাবাদের চৌরাই গ্রাম। নিহত নিশা সিংয়ের বয়স ৩৩ বছর। স্বামী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকতেন নিশা। অভিযোগ, দীপক সিং নামে এক ব্যক্তি তাঁকে উত্যক্ত করছিল। তবে নিশা সেইভাবে পাত্তা দেননি। অভিযোগ, সেই রাগেই দীপক ও তার ৫ বন্ধু মিলে নিশার গায়ে আগুন ধরিয়ে চম্পট দেয়। মৃত্যুশয্যায় দীপকের নাম বলেন নিশা। খোঁজ চলছে অভিযুক্তদের।
  • Link to this news (বর্তমান)