আমেদাবাদ: মোদিরাজ্যে ফের বিপর্যয়! বুধবার রঞ্জিত নগরের গুজরাত ফ্লুরো কেমিক্যাল কোম্পানির কারখানায় আচমকাই বিষাক্ত গ্যাস লিক হতে শুরু করে। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ১২ শ্রমিক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
বুধবার দুপুর ১২টা নাগাদ ঘটেছে ওই দুর্ঘটনা। কারখানার একটি অংশ থেকে তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হওয়া আর-৩২ গ্যাস ছড়িয়ে পড়ে। তার প্রভাবে কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি ভাব সহ একাধিক উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় সংস্থার মেডিক্যাল টিম। যাবতীয় চেষ্টা সত্ত্বেও একজন শ্রমিককে বাঁচানো যায়নি।