নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার বিশ্বকর্মা পুজোয় রাজ্যে সরকারি ছুটি। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে এই ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি বলেন, মনীষী পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটি থাকে। বীরসা মুন্ডার জন্মদিন, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন কিংবা করমপুজোয় আদিবাসীদের জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার বিশ্বকর্মা পুজোয় আপনাদের ছুটি থাকবে। শ্রমিকদের সম্মান জানাতে এই ছুটি। কারণ, আমরা চাই, শ্রমিকরা ভালো করে পুজো করুন। তাঁরা সুরক্ষিত থাকুন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এদিন রাজ্যের তরফে বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন রাজ্য সরকারের সমস্ত অফিসের পাশাপাশি সরকার পোষিত স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষাকেন্দ্রেও ছুটি থাকবে। একইসঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, পুরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষের অফিসও ছুটি থাকবে ওইদিন।