• তিন বছরেও রাজবংশী কালচারাল অ্যাকাডেমি ভবনের কাজ অসমাপ্ত
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা সদরের পাশে বীরপাড়ায় প্রায় তিন বছরেও রাজবংশী কালচারাল অ্যাকাডেমি ভবনের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ রাজবংশী সম্প্রদায়ের মানুষ। ক্ষুব্ধ ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের সদস্যরাও। বোর্ডের সদস্যদের আশা ছিল, পুজোর আগে মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়ালি ভবনটির উদ্বোধন করানোর। মুখ্যমন্ত্রী বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভাও করেন। কিন্তু ভবনের কাজ শেষ না হওয়ায় আশাহত হন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। 

    জেলা সদরের পাশে বীরপাড়ায় ওই দ্বিতল ভবন তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড থেকে ৮৪ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল। ভবন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা পরিষদকে। রাজবংশীদের বিলুপ্ত হওয়া কৃষ্টি সংস্কৃতির চর্চার লক্ষ্যে ভবনটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। যেখানে রাজবংশীদের বিলুপ্ত হওয়া বাদ্যযন্ত্রের একটি সংগ্রহশালাও থাকবে। এছাড়াও লোকায়ত সাহিত্য, কবিতা, ছড়া ও সংগীতের একটি লাইব্রেরিও গড়ে তোলা হবে। 

    কিন্তু প্রায় তিন বছরেও ভবনটির কাজ শেষ না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন গত সোমবার বিষয়টি জেলাশাসক আর বিমলার নজরেও আনেন। সংশ্লিষ্ট বোর্ডের এগজিকিউটিভ কমিটির সদস্য আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষকান্তি রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চান রাজবংশীদের কৃষ্টি সংস্কৃতির বিকাশ ঘটুক। সেই জন্যই তিনি রাজবংশীদের এই বোর্ড গঠন করেছেন। কিন্তু জেলা পরিষদের কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার ঢিলেমির কারণে প্রায় তিন বছরেও বীরপাড়ায় ওই ভবনের নির্মাণ কাজ শেষ হল না। আমরা হতাশ। জেলা পরিষদও এই দায় এড়াতে পারে না। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। সেখানে ওই ভবনের নির্মাণ কাজ কেন তিন বছরেও শেষ করা গেল না, খোঁজ নিয়ে দেখছি। কাজের বরাত পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলছি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)