• হেলমেট বা মাস্ক পরে প্রবেশ করা যাবে না সোনার দোকানে, ডাকাতি রুখতে গোবরডাঙায় নিদান পুলিসের
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোর সময়ে সোনার দোকানে ডাকাতি বা চুরির ঘটনা ঘটতে দেখা যায়। এটা রুখতে গোবরডাঙা থানার উদ্যোগে সোনার দোকানদারদের নিয়ে বৈঠক হল বুধবার। গোবরডাঙা, মছলন্দপুরের ১৩০ জন সোনার দোকানদারকে নিয়ে বৈঠকটি হয়। পুলিসের পক্ষ থেকে বলা হয়, ছোট বা বড়- প্রতিটি সোনার দোকানে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। এগুলি বসানোর ক্ষেত্রেও একাধিক পরামর্শ দিয়েছে পুলিশ। দোকানে প্রবেশের সময়ে যাতে কেউ হেলমেট বা মুখে মাস্ক না ব্যবহার করেন, তা নিশ্চিত করতে হবে বলেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

    পুজোর সময়ই দুষ্কৃতীরা সোনার দোকানগুলিকে টার্গেট করে বলে পুলিসের দাবি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মূলত দুপুরের দিকে সোনার দোকানগুলি টার্গেট করে তারা। সেই সময়কে বাড়তি নজরদারি করতে বলা হয়েছে পুলিসের পক্ষ থেকে। গয়নার দোকানের গুরুত্বপূর্ণ জায়গায় উচ্চমানের সিসি ক্যামেরা বসাতে পরামর্শ দেওয়া হয়েছে। দোকানের কাচ স্বচ্ছ রাখার কথা বলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজের ব্যাক আপ ক্লাউড স্টোরেজে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক ধরে বারাসত পুলিশ জেলায় বেশ কয়েকটি সোনার দোকানের ছিনতাই চুরির ঘটনা ঘটেছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)