সংবাদদাতা, কাকদ্বীপ: প্রতিবছরই বর্ষাকাল এলেই জলে ডুবে যায় গ্রামের একটি মাত্র যাতায়াতের রাস্তা। দুর্ভোগে পড়েন কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পুকুরবেড়িয়ার বাসিন্দারা। গ্রামের ওই প্রায় ৪০০ মিটার রাস্তা দিয়ে প্রায় ২০০টি পরিবারের লোকজন যাতায়াত করেন। গত বছর ১০০ মিটার রাস্তা ঢালাই করা হয়েছিল। কিন্তু ৩০০ মিটার রাস্তা এখনও ইটের রয়ে গিয়েছে। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানোর পর, গত কয়েকদিন আগে রাস্তাটি মেরামত করার কাজ শুরু হয়েছে। বর্তমান রাস্তাটির মাঝখান দিয়ে নর্দমা তৈরি করার জন্য মাটি কাটা হয়েছে। এছাড়াও সব ইট তুলে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎই টানা বৃষ্টি শুরু হয়। ফলে ওই এলাকার বাসিন্দারা তীব্র দুর্ভোগে পড়েছেন। এই রাস্তা দিয়ে এখন কেউ যাতায়াত করতে পারছেন না। অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা আকাশ গুড়িয়া বলেন, রাস্তা দিয়ে এখন কেউ হাঁটাচলা করতে পারছেন না। পড়ুয়ারাও স্কুলে যেতে পারছে না। রাস্তায় সাপ ঘুরে বেড়াচ্ছে। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গ্রীষ্মের সময় চলে গেল, তখন রাস্তা মেরামত করা হল না। বর্ষার সময় রাস্তা তৈরি করতে গিয়ে গ্রামবাসীদের আরও সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার বলেন, ওই গ্রামের বাকি রাস্তাটি নর্দমা সহ ঢালাই করার কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাজ থমকে রয়েছে। দুর্যোগ কাটলে শেষ হবে। - নিজস্ব চিত্র