• দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী বদল
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী স্বপ্না বিশ্বাসকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় সভানেত্রী করা হল কাঁচরাপাড়ার সোনালি সিংহ রায়কে। সোনালীদেবী আগেও সভানেত্রী ছিলেন। প্রথমে তাঁকে সরিয়ে কেয়া দাসকে সভানেত্রী করা হয়েছিল। পরে সেই পদে বসানো হয় নিউ বারাকপুর পুরসভার ভাইস চেয়ারপার্সন স্বপ্না বিশ্বাসকে। কিন্তু বিচারাধীন চাকরি সংক্রান্ত মামলায় অযোগ্যদের তালিকায় তাঁর মেয়ের নাম থাকা নিয়ে তুমুল চর্চা শুরু হয়। নিউ বারাকপুর এলাকায় পোস্টারও পড়ে। বিরোধীরা শোরগোল তোলে। এরপর রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর ফেসবুক পোস্টে দমদম বারাকপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী বদলের কথা জানিয়ে দেন।
  • Link to this news (বর্তমান)