নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হয়েছিল। কিন্তু বর্তমানে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে মহিলাদের জন্য তৈরি ভ্রাম্যমাণ পে অ্যান্ড ইউজ টয়লেট। রানি রাসমণি অ্যাভিনিউয়ে পড়ে থেকে ঝড়ে-জলে নষ্ট হচ্ছে বড় বাসটি। তাতে বড় অক্ষরে লেখা ‘উইমেন মোবাইল টয়লেট’। কিন্তু তা বন্ধ। ফলে কেউ ব্যবহার করতে পারেন না।
রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রায়ই নানা ধরনের সভা হয়। তাছাড়া ধর্মতলায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজের সূত্রে আসেন। মহিলাদের শৌচালয় সেখানে অপ্রতুল। সে কথা মাথায় রেখে কয়েক বছর আগে শুধুমাত্র মহিলাদের জন্যই ভ্রাম্যমাণ শৌচালয় চালু হয়েছিল। নীল রঙের বাস। তার ভিতরে টয়লেট। সেই মোবাইল টয়লেটের হাল খারাপ। রাস্তার একধারে বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাসের গায়ে মরচে। চাকা নষ্ট হতে বসেছে। জানলায় উঁকি দিলে দেখা যায়, ভিতরের অংশও ভাঙাচোরা। কলকাতা পুরসভা সূত্রে খবর, গাড়িটি পরিবহণ দপ্তরের সহযোগিতায় রাস্তায় নামানো হয়েছিল। বর্তমানে সেটি কলকাতা পুরসভার এন্টালি ওয়ার্কশপের হাতে রয়েছে। কিন্তু এমন উন্নত মানের একটি শৌচালয় যা শুধুমাত্র মহিলাদের সুবিধার জন্য রাস্তায় নামানো হয়েছিল তার অবস্থা এমন কেন? যেখানে শহরের বিভিন্ন ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটগুলি মহিলাদের ব্যবহারের উপযুক্ত নয় বলে অভিযোগ, অপরিচ্ছন্ন থাকে, সেখানে এমন একটি বাস কেন ভালো মতো চালানো গেল না? এই প্রসঙ্গে কলকাতা পুরসভার বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, কেন পড়ে রয়েছে তা খোঁজ নিয়ে দেখব। কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। ভ্রাম্যমাণ শৌচালয়টি যাতে ফের ব্যবহারের উপযুক্ত করে তোলা যায়, সেটা দেখছি। নিজস্ব চিত্র