• মধ্যমগ্রামে প্লাস্টিক প্রিন্টিং কারখানায় আগুন, আতঙ্ক
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক মধ্যমগ্রামে। বুধবার দুপুরে মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শৈলেশনগরে একটি কারখানায় আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে, কীভাবে কারখানায় আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকরা। অগ্নিকাণ্ডের জেরে কারখানা ছাই হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে, হতাহতের খবর নেই।

    মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শৈলেশনগর মাঠপাড়া এলাকায় পরপর কয়েকটি কারখানা রয়েছে। এর মধ্যে একটি প্লাস্টিক প্রিন্টিং কারখানা। এর মালিক মণীশ সিংহানিয়া। সামনে পুজো। তাই কাজ চলছিল জোরকদমে। এদিন দুপুরে হঠাৎই আগুন লাগে কারখানায়। আগুনের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি কারখানা থেকে প্রাণ হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকরা। অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করতে পারেননি শ্রমিকরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়।

    ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ ও দমকল। পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষও চলে আসেন। দমকল বিভাগের এক আধিকারিক বলেন, প্লাস্টিকে আগুন ধরায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে। চারটি ইঞ্জিন কাজ করছে। এনিয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, কী কারণে আগুন লাগল, তা এখনই স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)