পরশমণি গ্রামে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে কাঁপছে সুন্দরবনের গোসাবা
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার সুন্দরবনে বুড়ির ডাবরি জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন এক মৎসজীবী। তারপর বুধবার গোসাবার লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে বাঘের পায়ের ছাপ। এখন আতঙ্কে থরথর করে কাঁপছে সুন্দরবনের এইসব অঞ্চল।
পরশমণিতে বুধবার সকালে নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন মৎস্যজীবী। লোকালয়ে বাঘ ঢুকেছে, এ খবর গ্রামে চাউর হতেই আতঙ্ক তৈরি হয়। সুন্দরবন টাইগার রিজার্ভ খবর পেয়ে আসে। বনকর্মীরা ছাপ পরীক্ষা করে দেখে জানান, ছাপ বাঘের পায়েরই। পঞ্চায়েতের পদাধিকারী ও সুন্দরবন কোস্টাল থানা ঘটনাস্থলে পৌছয়। কোনও ঝুঁকি না নিয়ে গ্রাম লাগোয়া জঙ্গলে নেট লাগিয়ে ঘিরে দেন বনকর্মীরা। জানা গিয়েছে, দত্তর নদী সাঁতরে গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে চলে এসেছিল বাঘ। জোয়ার শুরু হওয়ার পর নদীর জল ঢুকে পড়ে সেখানে। বাঘ খুঁজতে নৌকা নিয়ে বনকর্মীরা নেমে পড়েন। ফাটানো হয় পটকা। কিন্তু দুপুর পর্যন্ত রয়্যাল বেঙ্গলের সন্ধান মেলেনি। এদিকে বাঘ বেরনোর খবর পাওয়ার পর গ্রামের বাঁধের উপর ভিড় জমায় গ্রামবাসীরা। বনবিভাগের কাজ দেখতে কার্যত নাওয়া খাওয়া ভুলে যান। কখন ধরা পড়বে বাঘ ? তাকে কিভাবে জঙ্গলে পাঠানো হবে? এমন নানা প্রশ্ন শোনা যায়। এদিকে দিনভর খোঁজার পরও কোথাও দেখা যায়নি বাঘকে। ফলে টাইগার রিজার্ভের আধিকারিকরা ধরে নেন, প্রাণীটি জঙ্গলে ফিরে গিয়েছে। টাইগার রিজার্ভ জানায়, ভোর সাড়ে ছ’টা নাগাদ বাঘের পায়ের ছাপ দেখে আমাদের খবর দেওয়া হয়েছিল। চিরুনি তল্লাশি চালিয়েও কোনও হদিশ মেলেনি। ফলে স্পষ্ট যে, বাঘ আবার ফিরে গিয়েছে জঙ্গলে।
অন্যদিকে সোমবারের ঘটনার বিষয়ে জানা গিয়েছে, বাঘের আক্রমণে নিখোঁজ হওয়া মৎস্যজীবীর নাম চিরঞ্জীব মণ্ডল। সোমবার নৌকায় সুন্দরবনের বুড়ির ডাবরি জঙ্গলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরও পাঁচজন। মাছ ধরে বিশ্রাম নেওয়ার সময় তাঁদের নৌকায় বাঘ হামলা চালায়। প্রাণীটির সামনে পড়ে যান চিরঞ্জীববাবু। তাঁকে হিঁচড়ে টেনে জঙ্গলে নিয়ে যায় বাঘ। মঙ্গলবার বাড়ি ফেরেন সঙ্গী মৎস্যজীবীরা। বুধবার নিখোঁজ হওয়ার খবর জানাজানি হয়। তল্লাশি শুরু করছে বনবিভাগ। নিজস্ব চিত্র