সাইনবোর্ডে বাংলা: পুরসভার সিদ্ধান্তের সমর্থন বিজেপির, মাপ নিয়ে বিধি তৈরির দাবি সজলের
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে বিভিন্ন বেসরকারি সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে চায় কলকাতা পুরসভা। এই মর্মে বেসরকারি বিভিন্ন সংস্থাকে অনুরোধ জানিয়ে সার্কুলার জারি করেছে পুর কর্তৃপক্ষ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার সেই পদক্ষেপকে এবার স্বাগত জানাল বিজেপি। বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই ঘটনা ঘটেছে। যখন বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতা নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরব, তখন পুর অধিবেশনে সজলদের এই ভূমিকা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন অধিবেশনের প্রস্তাব-পর্বে এই মর্মে বলতে ওঠেন বিজেপির কাউন্সিলার সজল ঘোষ। পুর কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে সজল ঘোষের পরামর্শ, পুরসভা যে নির্দেশিকা জারি করেছে তাকে পূর্ণ সমর্থন জানাই। কিন্তু ওই সার্কুলারে নির্দিষ্ট করে কিছু বলা নেই যে কতটা জায়গা নিয়ে বা কতটা বড়ো করে বাংলা ভাষায় নাম লিখতে হবে। এই বিষয়টি নির্দিষ্ট করে দিলে আরও ভালো হয়। যদিও, এর মাঝেও উর্দু ভাষা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে খোঁচা মারেন তিনি।
পরে জবাবি ভাষণে বলতে উঠে মেয়র বলেন, আমরা নির্দেশিকায় বলেছি, বাংলা ভাষায় সাইনবোর্ডে যে নাম লেখা হবে তা যেন ভালোভাবে দৃশ্যমান থাকে। অন্য ভাষায় যতটা আকারে লেখা রয়েছে, সাইনবোর্ডের একদম উপরে ততটা বড়ো হরফেই বাংলা ভাষায় নাম লিখতে হবে। তবে, আমরা কোনও ভাষার বিরোধী নই। আমরা বাঙালি, তাই বাংলা ভাষাকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু অন্য ভাষাকে অসম্মানও করছি না। অন্যদিকে, উর্দু ভাষা নিয়ে সজল ঘোষের খোঁচা প্রসঙ্গে মেয়রের পাল্টা বয়ান, হিন্দি বা উর্দুও এই দেশের ভাষা। আমি উর্দু ভাষা শিখেছি গোলপার্কের রামকৃষ্ণ মিশন থেকে। ওরা (বিজেপি) অশিক্ষিত।