পকেটমারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মেট্রোরেল, বাড়ছে মোবাইল খোয়া যাওয়ার ঘটনা
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ধর্মতলা ও শিয়ালদহ জুড়ে যেতেই যাত্রীদের পকেট থেকে মোবাইল খোয়া যাওয়ার ঘটনা বেড়েছে। গত আড়াই সপ্তাহে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। মূলত, মেট্রোর জংশন স্টেশনগুলিতে ভিড়ের সুযোগ নিচ্ছে পেশাদার পকেটমাররা, এমনটাই অভিযোগ।
গত ২২ আগস্ট গ্রিন লাইন, ব্লু লাইন এবং নোয়াপাড়া-বিমানবন্দর জুড়ে যেতেই এসপ্ল্যানেড স্টেশনে মাত্রাছাড়া ভিড় হচ্ছে যাত্রীদের। মেট্রোর পরিসংখ্যান বলছে, এই সংযুক্তির ফলে প্রতিদিন গড়ে প্রায় দেড় লক্ষ বাড়তি যাত্রী সফর করছেন মেট্রোতে। দিনের ব্যস্ত সময়ে এসপ্ল্যানেড, শিয়ালদহ ও হাওড়া স্টেশনে লাগেজ নিয়ে ওঠানামার সময় দরজার কাছে ভিড়, ধাক্কাধাক্কির সুযোগে যাত্রীদের পকেট ফাঁকা করে দিচ্ছে পেশাদার পকেটমাররা। বিষয়টি অজানা নয় লালবাজারের গোয়েন্দাদের। ইতিমধ্যেই মেট্রোতে বাড়তি নজরদারি শুরু করেছেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। এখনও পর্যন্ত মোবাইল হাতসাফাইয়ের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বউবাজার থানার একটি মামলায় আইফোন সহ খোয়া যাওয়া একাধিক স্মার্টফোন উদ্ধার করেছে লালবাজার। গোয়েন্দাদের অভিজ্ঞতা বলছে, মেট্রো সংযুক্তির পর হাওড়া-শিয়ালদহ রুটের বাসে যাত্রীদের তেমন ভিড় হচ্ছে না। ফলে পকেটমাররা ভিড় জমাচ্ছে মেট্রোয়। মূলত, এসপ্ল্যানেড, শিয়ালদহ, রবীন্দ্রসদন, চাঁদনি চক, মহাত্মা গান্ধী রোড স্টেশনে এই ধরনের ঘটনা বেশি নজরে আসছে।
লালবাজারের মতে, এই যাত্রীদের সিংহভাগই মেট্রো রুটে কার্যত নতুন। ফলে তাঁরা মেট্রোয় উঠে দরজার কাছে ভিড় করে দাঁড়াচ্ছেন। দরজা কোনদিকে খুলবে বা প্ল্যাটফর্ম কোনদিকে পড়বে, তা অনেকের জানা নেই। আবার, গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এসপ্ল্যানেড স্টেশন। ব্লু-লাইনে এসপ্ল্যানেড স্টেশনের প্ল্যাটফর্ম অপ্রশস্ত। ফলে একসঙ্গে একাধিক ট্রেন ঢুকলে যাত্রীদের চাপ এতটাই বেড়ে যায় যে, প্রাক-পুজোর নিউমার্কেট কিংবা গড়িয়াহাটকে হার মানায় সেই সময়। ফলে এই স্টেশন এখন পকেটমারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।