নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাই গয়না পরে যাওয়া ঠিক হবে না। পুলিশ বাজেয়াপ্ত করতে পারে। হয় ওই গয়না অন্য কোথাও রেখে আসুন, না হয় তাদের কাছে বিক্রি করে দিতে পারেন। ভালো দাম মিলবে। সব মিলিয়ে এক লক্ষ টাকা তো হবেই। তারা এই টাকা দিতে রাজি। বৃদ্ধা আগন্তুকদের ফন্দি ধরতে পারেননি। তিনি ওই কেপমারদের পাল্লায় পড়ে খুইয়েছেন লক্ষাধিক টাকার গয়না। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার রুবি মোড়ের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাইকের নম্বর দেখে অভিযুক্তদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রুবি মোড়ের কাছে ফুলের দোকান রয়েছে বৃদ্ধার। প্রতিদিন সকাল ৬টা নাগাদ দোকান খুলতে যান তিনি। গত ৬ সেপ্টেম্বর রুবি মোড়ের কাছে বাইকে করে দুই যুবক এসে তাঁর সামনে দাঁড়ায়। তারা বৃদ্ধাকে বলে, সামনে পুলিশি তল্লাশি চলছে। সোনার গয়না পরে থাকলে তা বাজেয়াপ্ত করছে তারা। একথা শুনে ঘাবড়ে যান বৃদ্ধা। তিনি বলেন, তাঁর কাছে যা গয়না আছে, তার দাম এক লক্ষ টাকা তো হবেই। তারা জানায়, অন্যত্র এগুলি রেখে আসুন। যদি যেতে না পারেন, তাহলে তাদের দিতে পারেন, তারা তা কিনে নেবে। তারা এক লক্ষ টাকা রাজি। এই টোপ বুঝতে পারেননি বৃদ্ধা। তাদের কথায় বিশ্বাস করে হাতের বালা সহ অন্য গয়না খুলে দিয়ে দেন তিনি। এরপর তারা তাঁর হাতে টাকার বান্ডিল দিয়ে বাইকে চেপে চলে যায়। বলে যায়, এতে এক লক্ষ টাকা আছে। ঘরে গিয়ে গুনবেন। দোকানে এসে ওই বৃদ্ধা বান্ডিল খুলে দেখেন, উপরে ও নীচে দু’টি ৫০০ টাকার নোট রয়েছে। ভিতরে পুরোটাই কাগজ। এরপর কসবা থানায় অভিযোগ করলে পুলিশ কেপমারির কেস রুজু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইকের নম্বর হাতে পেয়েছেন তদন্তকারীদের। তার ভিত্তিতে খোঁজ চলছে অভিযুক্তদের।