• নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশ! উত্তরপ্রদেশের সীমান্তে গ্রেপ্তার ৫
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন জি’র বিক্ষোভে জ্বলছে নেপাল। ভেঙে পড়েছে গোটা দেশের আইনশৃঙ্খলা। জেল ভেঙে অন্তত ৭০০ কয়েদি পালিয়েছে বলেও শোনা যাচ্ছে। এবার নেপালের জেল থেকে পালানো কয়েদিরা ভারতে পালিয়ে আসতে চাইছে। ইতিমধ্যেই নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢুকতে চাওয়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কয়েদিদের।

    নেপাল এখনও অশান্ত। অবাধে চলছে লুটতরাজ। ব্যাঙ্ক ডাকাতির খবর যেমন মিলছে, তেমনই নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়িকে। অবাধে জেল থেকে পালাচ্ছে কয়েদিরা। পালাতে চেষ্টা করা ৫ জন কয়েদির মৃত্যু হয়েছে সেনার গুলিতে। নৌবস্তা জেলের প্রধান জলন্ধর মুসাল জানিয়েছেন, কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। জেল থেকে ৫৮৫ জন এবং সংশোধনাগার থেকে ৭৬ জন কয়েদির পালানোর কথা জানা গিয়েছে। যা পরিস্থিতি তাতে স্পষ্ট, মঙ্গলবারের থেকে বুধবারও পরিস্থিতি একই রকম খারাপ।

    জেল থেকে বেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কয়েদিরা। বুধবার সশস্ত্র সীমা বলের তরফে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার সীমান্ত পেরিয়ে ওই কয়েদির ঢোকার চেষ্টা করছিল। নিয়মমাফিক তল্লাশির সময়ে তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, নেপালের জেল থেকে পালিয়ে এসেছে ওই পাঁচজন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। উল্লেখ্য, পড়শি নেপাল অগ্নিগর্ভ হয়ে উঠতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে এসএসবি।

    প্রসঙ্গত, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। তা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে ২২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত ২৫০’র বেশি।
  • Link to this news (প্রতিদিন)