• ‘সার্বভৌমত্বে আঘাত’, ‘বন্ধু’ ইজরায়েলের কড়া নিন্দা করে ‘ভাই’ কাতারের পাশে মোদি
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্ধু’ ইজরায়েলের কড়া নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে! গত কয়েকদিন ধরে লাগাতার দোহায় আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। হামাস নেতাদের শেষ করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সেই অভিযানের নিন্দা করলেন মোদি। বুধবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ভ্রাতৃসম কাতারের সার্বভৌমত্বে আঘাত হানার তীব্র নিন্দা করছে ভারত।

    ইজরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, ‘হামাসের উচ্চপদস্থ নেতাদের খতম করতে আইডিএফ এবং ইজরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) দোহায় অভিযান চালিয়েছে। বছরের পর বছর ধরে, হামাসের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে নৃশংস গণহত্যার জন্য তারা সরাসরি দায়ী। পাশাপাশি, ইজরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রেখেছে।’

    রবিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত কাতারের রাজধানীতে লাগাতার হামলা চালিয়েছে ইজরায়েল। রবিবার দোহার একাধিক স্থানে গোলাবর্ষণের শব্দ শোনা গিয়েছে। বেশ কিছু এলাকায় বিস্ফোরণ হয়েছে। কিন্তু দোহার ঠিক কোন কোন জায়গায় বিস্ফোরণগুলি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আসলে গাজা ছেড়ে প্রাণে বাঁচতে ইরান ও কাতারে আশ্রয় নিয়েছে বহু হামাস নেতা। ইরানে আগেই হামলা করেছে ইজরায়েল। এবার কাতারকেও নিশানা করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

    দোহায় হামলার পর বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনে কথা বলেন মোদি। তারপরই এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দোহায় হামলা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। ভ্রাতৃসম কাতারের সার্বভৌমত্বে আঘাত হয়েছে, ভারত তার তীব্র নিন্দা করেছে। আমরা চাই কূটনৈতিক পথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হোক। হিংসা বন্ধ হোক।’ মোদির এই বার্তাকে স্বাগত জানিয়েছেন কাতারের আমিরও।
  • Link to this news (প্রতিদিন)