• বৌদ্ধ মন্দিরের আদলে ১৮০ ফুট উঁচু মণ্ডপ কল্যাণীতে! প্রতিমার অঙ্গে ৮০ কেজি গয়না
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: বৌদ্ধ মন্দিরের আদলে দুর্গা মণ্ডপ। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপে এবার বৌদ্ধ মন্দিরের আদল। মায়ানমারের সিনবিউ বৌদ্ধ মন্দিরের আদলই কেবল নয়, প্রতিমার অঙ্গের ৮০ কিলো সোনার গয়নাও হয়ে উঠবে বাড়তি আকর্ষণ।

    অপরূপ সাজে সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজার মণ্ডপ। এবার কল্যাণী লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতির পুজোর ৩৩তম বছর। আর এবছরই মণ্ডপসজ্জার এমন অভিনব থিম। বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে ওঠা আকাশছোঁয়া এই মণ্ডপের উচ্চতা এখনই নজর কাড়ছে দর্শনার্থীদের। মণ্ডপের বাইরের অংশ তৈরি হচ্ছে ধবধবে সাদা ফাইবার দিয়ে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আনছে এই মণ্ডপসজ্জা। মণ্ডপের অন্দরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ব্যবহার হচ্ছে পাটকাঠি, কদবেল, পাহাড়ি ফল-সহ বিভিন্ন সামগ্রী। এগুলির উপর বার্নিশ করে হস্তশিল্পের কাজ করা হচ্ছে।

    ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে, এবছরে মণ্ডপের উচ্চতা হবে প্রায় ১৮০ ফুট এবং দৈর্ঘ্য হবে প্রায় ১৪০ ফুট। দূরদূরান্ত থেকে মানুষ প্রত্যেক বছরের মতো এবছরও মণ্ডপ দর্শন করতে ভিড় জমাবেন বলে আশাবাদী উদ্যোক্তারা। আগামী ২১ সেপ্টেম্বর এই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। দ্বিতীয়ার দিন বিকেল পাঁচটা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই মণ্ডপ।

    বিগত দু বছরের মতো এবার প্রতিমাতেও থাকছে এক বিশেষ চমক। প্রতিমা নির্মিত হচ্ছে চাকদায়। দেবী সেজে উঠবে সোনার অলঙ্কারে। শুধুমাত্র প্যান্ডেল নয়, প্রতিমার সাজসজ্জাতে জাঁকজমকের ছাপ আনতে চাইছেন উদ্যোক্তারা। গত দু’বছরের মতো এবছরেরও সেনকো গোল্ড জুয়েলার্সের ৮০ কিলো সোনার গয়নায় সেজে উঠবে প্রতিমা। এর জন্য থাকবে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা ও মণ্ডপের ভেতরে এবং চারদিকে থাকবে সিসিটিভি ক্যামেরায় নজরদারি। বিশেষ আলোর মাধ্যমে মণ্ডপের থিমকে জীবন্ত করে তোলা হবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের থিম শুধু স্থাপত্যের অনুকরণ নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে শান্তি, সহনশীলতা এবং আধ্যাত্মিকতার বার্তা।

    মণ্ডপ তৈরি দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার তিনি জানিয়েছেন, এবছর বুদ্ধ পূর্ণিমার দিন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর মণ্ডপের খুঁটি পুজো হয়েছে। সেদিন থেকে প্রত্যেকদিন ৭০ থেকে ৮০ জন করে শ্রমিক কাজ করছেন।
  • Link to this news (প্রতিদিন)