• বাংলার মন পেতে বিজেপির হাতিয়ার ফুটবল! রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘নরেন্দ্র কাপ’
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: বাঙালির অন্যতম প্রিয় খেলা ফুটবল। এবার বাংলার মন পেতে সেই ফুটবলের উপরেই ভরসা রাখছে বিজেপি। বিবেকানন্দের জন্মদিনে রাজ্যেজুড়ে শুরু হচ্ছে ফুটবল যজ্ঞ ‘নরেন্দ্র কাপ’। কিন্তু নাম এবং প্রতিযোগিতার সময় সামনে আসার পরেই তুঙ্গে উঠেছে জল্পনা। বিবেকানন্দ নাকি নরেন্দ্র মোদি কাকে তুষ্ট করছে বঙ্গ বিজেপি? বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিভা তুলে আনার জন্য শুরু হচ্ছে নরেন্দ্র ফুটবল কাপ। যদিও এই প্রতিযোগিতা সম্পূর্ণ অরাজনৈতিক হবে বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ। এই প্রতিযোগিতার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। মাহাতো বলেন, “বাংলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ খেলোয়াড়দের তুলে আনার জন্য কাজ করছি।”

    বুধবার নরেন্দ্র কাপের থিম সঙের পাশাপাশি জার্সি উদ্বোধন করা হয়েছে সল্টলেকের একটি হোটেলে। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও কয়েকজন প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই টুর্নামেন্টের সূচনা হবে বলে জানানো হয়েছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এই প্রতিযোগিতা শেষ হবে। একদিকে স্বামী বিবেকানন্দের নাম নরেন্দ্র, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদি। ভারতে দু’জনের অবদানের কথা মাথায় রেখে দুই বিশেষ দিনে এই প্রতিযোগিতার শুরু এবং শেষ হচ্ছে বলে জানানো হয়েছে। তাই এই ফুটবল প্রতিযোগিতার নাম রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

    এই খেলায় প্রায় এক হাজার তিনশোর বেশি দল অংশগ্রহণ করছে বলে জানানো হয়েছে। রাজ্যজুড়ে ৪৩টি ছোট টুর্নামেন্ট হবে। এই ৪৩টি প্রতিযোগিতার বিজয়ীদের প্রত্যেকের জন্য একটি আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশপাশি দ্বিতীয় স্থানে থাকা দলকে জন্য নগদ পঁচিশ হাজার টাকা এবং ট্রফি দেওয়া হবে। এছাড়াও তৃতীয় পজিশনের জন্য থাকছে ১৫ হাজার টাকা। প্রসঙ্গত, বিজেপির সাংগঠনিক জেলা ৪৩টি। যদিও বিজেপি-র সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে জোরগলায় তিনি বলেন, “আয়োজকদের কোনও সাংগঠনিক জেলা নেই। আমি রাজনৈতিক ব্যক্তি হলেও এই খেলার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।”

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহাতো বলেন, “আমরা কারওর বিরুদ্ধে নই। আমরা আমাদের মতো আয়োজন করছি। যারা রেজিস্ট্রেশন করছে তারা একে অপরের সঙ্গে লড়বেন। যারা ভালো খেলবেন তাঁদের জন্য পরবর্তীকালে ভাবনা থাকবে। তাঁরা অনেক বড় যায়গায় যেতে পারবেন।” অন্যদিকে, শুক্রবার থেকে স্বামী বিবেকানন্দ কাপ শুরু করছে রাজ্য সরকার। সেখানে ৩৪৮টি খেলা রয়েছে। ২০২৬ সালের ২৬ মার্চ এই প্রতিযোগিতার ফাইনাল হবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)