• পুজোর মুখে সুখবর, শনি-রবিবারেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে চলবে মেট্রো
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: পুজোর মুখে সুখবর। শনি ও রবিবারেও এবার নোয়াপাড়া-বিমানবন্দর রুটে চলবে মেট্রো। যাত্রীরা যে তাতে উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

    গত ২২ আগস্ট রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন। তার মধ্যে একটি হল নোয়াপাড়া-বিমানবন্দর রুট। গত ২৫ আগস্ট থেকে ইয়েলো রুটটিতে মোট ৪টি স্টেশনে চলছে যাত্রী পরিষেবা। সেগুলি হল ? নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ (দমদম বিমানবন্দর)। সোম থেকে শুক্র পর্যন্ত এই রুটটিতে মেট্রো পরিষেবা চালু ছিল। তবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সপ্তাহান্তেও এই রুটে পাওয়া যাবে মেট্রো। আপ এবং ডাউনে ২২টি করে মোট ৪৪টি মেট্রো চলবে। শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৮টা ৩২ পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। রবিবার সকাল ৮টা ৩৫ মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে। ওইদিন শেষ মেট্রো রাত ৮টা ২২ মিনিটে। ৩৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

    কম খরচে অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে মেট্রোর কোনও বিকল্প নেই। সারাবছর পাতালপথে ভিড় থাকে। পুজোয় তা একধাক্কায় বাড়ে কয়েকগুণ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত ৮ সেপ্টেম্বর সবকটি রুট মিলিয়ে ৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। তাঁদের মধ্যে ব্লু লাইনে যাতায়াতকারীর সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার। বলে রাখা ভালো, সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই। দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছনো, মেট্রোর দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় জেরবার যাত্রীরা। তাঁদের দাবি, নয়া তিন রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’ হয়ে গিয়েছে। এদিকে, গ্রিন লাইনে শুধুমাত্র একদিনে ২ লক্ষ ৯ হাজার যাত্রী যাতায়াত করেন। গত তিনদিনে ৭ হাজার ১৬টি স্মার্টকার্ড তৈরি হয়েছে। সুতরাং নতুন নতুন মেট্রো রুট উদ্বোধনের ফলে যাতায়াতকারী সংখ্যা যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য।
  • Link to this news (প্রতিদিন)