• সভামঞ্চে পায়ের কাছে রবীন্দ্রনাথের ছবি! ‘বাংলা বিরোধী’ সুকান্তর নিন্দায় সরব তৃণমূল
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভরা মঞ্চে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। আর পায়ের কাছে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। অফিসিয়াল X হ্যান্ডেলে ছবি শেয়ার করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে তোপ তৃণমূলের।

    তৃণমূলের তোপ, “আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সকলের উপরে রাখি। কিন্তু বিজেপি তাঁদের পায়ের কাছ রাখে। একটি অনুষ্ঠানে সুকান্ত মজুমদার সাবলীলভাবে তাঁর পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে দিলেন। এটাই বিজেপির আসল বাংলা বিরোধী মুখ। কীভাবে বাংলার ঐতিহ্যকে তাঁরা ধ্বংস করে দিচ্ছেন, তা দিল্লির নেতাদের কাছে তুলে ধরতে ব্যস্ত বিজেপি নেতা। তাঁরা আমাদের ভাষাকে অস্বীকার করেছে, আমাদের আইকনদের বিদ্রুপ, আমাদের পরিচয় নষ্টের মরিয়া চেষ্টা করছে।”

    একে তো সুকান্ত মজুমদার একজন বাঙালি। তার উপর আবার তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আবার তিনি পেশাগত জীবনে একজন অধ্যাপক। তা সত্ত্বেও কীভাবে রবীন্দ্রনাথের ছবি পায়ের কাছে রেখে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেলেন, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্য়ুতে সরগরম রাজ্য রাজনীতি। এই বিতর্কে দিনকয়েক আগেই ঘি ঢালেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, “বাংলা বলে কোনও ভাষাই নেই।” তারই মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ সফরে এসে বারবার বাঙালি অস্মিতায় শান দিয়ে ভোটবাক্সে লাভ তুলতে চাইছেন। এই টানাপোড়েনের মাঝে সুকান্তর এহেন কাজে যে সকলেই ক্ষুব্ধ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। গেরুয়া শিবির অবশ্য মুখে কুলুপ এঁটেছে। এই  ‘কীর্তি’ নিয়ে সুকান্ত মজুমদারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
  • Link to this news (প্রতিদিন)