• সভাস্থলের পাশেই জড়ো করে রাখা প্রতীকী কফিন, মোদীর মণিপুর সফরের আগে উত্তেজনা তুঙ্গে
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২৩ থেকে অশান্ত মণিপুর। কুকি ও মেইতেইদের সংঘর্ষে ঝরে গিয়েছে অসংখ্য তাজা প্রাণ। পরিস্থিতি এখনও পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এর মধ্যেই ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    মোদীর সফর ঘিরে গোটা রাজ্যে সাজ সাজ রব। এর মধ্যেই চুরাচাঁদপুরের পিস গ্রাউন্ডের পাশে কয়েকশো কফিন এনে জড়ো করলেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, এই মাঠেই সভা করবেন মোদী। প্রধানমন্ত্রীর সামনে এটা তাঁদের প্রতীকী প্রতিবাদ।

    পুলিশ সূত্রে খবর, মাঠের ধারে ফাঁকা কফিন এনে রেখেছিল কুকি-জো গোষ্ঠীর সদস্যরা। তবে খবর পাওয়া মাত্র সব কফিন সরিয়ে দিয়েছে পুলিশ। মণিপুর পুলিশের এক কর্তা জানান, এই নিয়ে জেলা প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং কুকি-জো প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

    প্রধানমন্ত্রীর সফরের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চুরাচাঁদপুর জেলা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তৈরি করা হয়েছে হেলিপ্যাড। প্রধান সড়কগুলি মেরামতের কাজও চলছে জোরকদমে।

    পিএমও সূত্রে খবর, প্রথমে চুরাচাঁদপুরের পিস গ্রাউন্ডে সভা করবেন মোদী। তার পরে ইম্ফলের কাংলা ফোর্ট থেকে ভাষণ দেবেন তিনি। ২০২৩-এর ৩ মে থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে এটাই মোদীর প্রথম মণিপুর সফর।

    প্রসঙ্গত, মেইতেই এবং কুকি জনজাতির সংঘর্ষে উত্তাল মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অন্তত ৬০ হাজার মানুষ। গোষ্ঠী সংঘর্ষের জেরে গত ১৩ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার ঠিক তিন দিন পরেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হয়েছে।

  • Link to this news (এই সময়)