• জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৫, ধৃতদের থেকে উদ্ধার IED বিস্ফোরক তৈরির উপকরণ
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • জঙ্গি সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, বড়সড় নাশকতার ছক কষছিল ধৃতরা। দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে এই জঙ্গিদের খোঁজ পাওয়া গিয়েছিল। এর পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি অভিযানও।

    দিল্লি পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে তদন্তকারীরা আইডি বিস্ফোরক তৈরির কিছু উপকরণ পেয়েছে। তা নাশকতার জন্য ব্যবহার করার ছক কষছিল ওই দুষ্কৃতীরা, প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের। ধৃত পাঁচ জনকে জেরা করছে পুলিশ। আরও কেউ তাদের সঙ্গে যুক্ত রয়েছে কি না, এই জঙ্গি নেটওয়ার্কের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মীর কথায়, ‘জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়া পুলিশের বড় সাফল্য। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, দেশে কোনও নাশকতার ছক কষছিল ধৃতরা। স্বাভাবিক ভাবেই তাদের গ্রেপ্তারিতে দেশের উপর থেকে বড় বিপদ সরেছে।’ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)