• Breaking News Live: রায়পুর এয়ারপোর্টে একের পর এক ফ্লাইট বাতিল, ভোগান্তি যাত্রীদের
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • এয়ারপোর্টের নেভিগেশন সিস্টেমে সমস্যা। ছত্তিসগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট থেকে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। কলকাতার এক যাত্রী শান্তনু চক্রবর্তী জানান, সকাল ৭টা ৫৫ মিনিটে তাঁর ফ্লাইট ছিল। আজ তাঁর মায়ের চোখের অপারেশন হওয়ার কথা। কিন্তু কখন তিনি কলকাতায় পৌঁছবেন জানেন না। তাঁর অভিযোগ, কর্তৃপক্ষের তরফে কোনও কিছু জানানোও হচ্ছে না। নাকাল হতে হচ্ছে।

    বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ। হাওড়ার দাশনগরে আজ সকালে এই ঘটনা ঘটে।

    ব্যাঙ্কক সাফারি ওয়ার্ল্ড জু-এ মর্মান্তিক ঘটনা। সিংহের হাতে প্রাণ গেল ৫৮ বছর বয়সি চিড়িখানার কর্মীর। ২০ বছর ধরে এই কাজ করছেন তিনি। বুধবার প্রোটোকল ভেঙে সিংহের এনক্লোজ়ারে ঢুকে পড়েন। তাতেই হাড়হিম করা এই ঘটনা ঘটে। বিস্তারিত

    মেক্সিকোয় গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭০ জন। তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাডা জানিয়েছে, হাইওয়ের উপর উল্টে যায় ট্যাঙ্কারটি। তার ফলেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় হাইওয়েতে থাকা ১৮টি গাড়িতেও আগুন ধরে যায়।

    ভোটের বিহারে চলল গুলি। পাটনায় রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর নেতা রাজকুমার রাইকে বুধবার গুলি করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক কারণে খুন হতে হয়েছে রাজকুমারকে।

    আমেরিকার উটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে গুলি করে খুন করা হয় চার্লি কার্ককে (৩১)। ভাষণ দেওয়ার সময়ে তাঁকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চার্লি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি। চার্লি টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতাও। বিস্তারিত

    এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে নামছে বাংলাদেশ। আবু ধাবিতে ম্যাচ। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে খেলা।

    তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে আজ বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    ভাদ্রের গরমে গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গের। সেই অস্বস্তি সাময়িক ভাবে কাটিয়ে আজ ও আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

    উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আজ বৈঠক রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের।

    ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়াঁ লুকোনুরের নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর পরেই অশান্ত ফ্রান্স। ‘Bloquons Tout’ বা ‘সব কিছু অবরোধ করে দিন’, এই দাবি নিয়ে পথে ফ্রান্সের বাসিন্দারা। ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। রাস্তায় আগুন জ্বলছে। ২০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। আজ সে দেশের পরিস্থিতি কী হয়, দিনভর সে দিকে নজর থাকবে।

  • Link to this news (এই সময়)